এক্সপ্লোর
Advertisement
এবার বেসরকারি চাকরিতেও কোটা, ভূমিপুত্রদের জন্য ৭৫ শতাংশ কাজ সংরক্ষিত করল হরিয়ানা সরকার
এই বিলের ফলে বেসরকারি সংস্থা, অংশীদারী ফার্ম, সোসাইটি, ট্রাস্ট ও এ ধরনের যাবতীয় আঞ্চলিক সংস্থার তিন-চতুর্থাংশ চাকরি স্থানীয়দের জন্য বরাদ্দ থাকবে, তবে সেগুলির বেতন হতে হবে মাসে ৫০,০০০ টাকার কম।
চণ্ডীগড়: রাজ্যের বাসিন্দাদের জন্য মোট বেসরকারি চাকরির ৭৫% সংরক্ষিত ঘোষণা করল হরিয়ানা সরকার। এ বছর জুলাইয়ে হরিয়ানা স্টেট এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস বিলের খসড়া রাজ্য বিধানসভায় পাশ হয়। গতকাল বিলটি অনুমোদিত হয়েছে।
উপ মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা টুইট করে বলেছেন, এর ফলে রাজ্যের লাখ লাখ যুবকযুবতীর কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ করলেন তাঁরা। এবার থেকে এ রাজ্যের ৭৫ শতাংশ বেসরকারি চাকরিই রাজ্যের বাসিন্দারা পাবেন।
हरियाणा के लाखों युवाओं से किया हमारा वादा आज पूरा हुआ है।अब प्रदेश की सभी प्राइवेट नौकरियों में 75% हरियाणा के युवा होंगे। सरकार का हिस्सा बनने के ठीक एक साल बाद आया ये पल मेरे लिए भावुक करने वाला है। जननायक की प्रेरणा और आपके सहयोग से सदैव आपकी सेवा करता रहूं,यही मेरी कामना है।
— Dushyant Chautala (@Dchautala) November 5, 2020
এই বিলের ফলে বেসরকারি সংস্থা, অংশীদারী ফার্ম, সোসাইটি, ট্রাস্ট ও এ ধরনের যাবতীয় আঞ্চলিক সংস্থার তিন-চতুর্থাংশ চাকরি স্থানীয়দের জন্য বরাদ্দ থাকবে, তবে সেগুলির বেতন হতে হবে মাসে ৫০,০০০ টাকার কম। তবে একটি ছাড় আছে, যদি কোনও শিল্পে যোগ্য স্থানীয় চাকরি প্রার্থী না পাওয়া যায়, তবে সে ক্ষেত্রে বাইরে থেকে আসা কাউকে তা দেওয়া যেতে পারে।
দুষ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টি বা জেজেপি গত বছর বিধানসভা ভোটের সময় হরিয়ানার বাসিন্দাদের জন্য বেসরকারি চাকরিতে ৭৫ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দেয়। বিজেপিও বলেছিল. যে সব ক্ষেত্র স্থানীয় বাসিন্দাদের ৯৫ শতাংশের বেশি কাজ দেবে তাদের বিশেষ সাহায্য করবে তারা। এর আগে অন্ধ্র প্রদেশের ওয়াই এস জগনমোহন রেড্ডি সরকার এভাবেই বেসরকারি চাকরিতে ভূমিপুত্রদের কোটা এনেছে। তারাও সংরক্ষিত করেছে ৭৫ শতাংশ চাকরি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement