এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কোনও ঘোষণা ছাড়াই আরও চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত? বলছে রিপোর্ট
লাদাখের কিছু এলাকা থেকে এখনও পিছু হঠেনি চিন। ফলে আর্থিক দিক থেকে তাদের ওপর উত্তরোত্তর চাপ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।
নয়াদিল্লি: শোনা যাচ্ছে, কোনও ঘোষণা ছাড়াই ভারত সরকার আরও কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। এক বিদেশি সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকার শাওমি ও বাইডুর মত চিনা সংস্থাগুলির বেশ কিছু মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে। তবে অন্যান্যবারের প্রকাশ্যে না জানিয়েই করা হয়েছে এই পদক্ষেপ।
লাদাখের কিছু এলাকা থেকে এখনও পিছু হঠেনি চিন। ফলে আর্থিক দিক থেকে তাদের ওপর উত্তরোত্তর চাপ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। জানা গিয়েছে, এমআই ব্রাউজার প্রো ও বাইডুর সার্চ অ্যাপ নিষিদ্ধ করেছে তারা। তবে তথ্য প্রযুক্তি মন্ত্রক এখনও এই সিদ্ধান্তের কথা জনসমক্ষে আনেনি। পাওয়া যায়নি চিন সরকারের মতামতও।
এর আগে জুন মাসে দিল্লি ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে, এগুলির মধ্যে ছিল টিকটক, শেয়ারইট, প্যারালাল স্পেসের মত জনপ্রিয় অ্যাপ। এরপর গত মাসে আরও ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়, সেগুলি হয় আগের নিষিদ্ধ হওয়া অ্যাপের ক্লোন অথবা সেগুলিরই প্রতিরূপ। চিন অবশ্য এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে, এক বিবৃতিতে চিনা দূতাবাস বলেছে, এর ফলে চিনা সংস্থাগুলির অধিকার খর্ব করা হচ্ছে, ভারতের উচিত এই অন্যায় শুধরে নেওয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement