Hathras Case LIVE Updates: হাথরসকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের
ঘরের মেয়েকে কেন দাহ করার অধিকারটুকু দিল না যোগী-প্রশাসন? তীব্র ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন নির্যাতিতার মায়ের।
LIVE

Background
কানপুর: উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের তরুণীর ওপর নারকীয় অত্যাচার ও তাঁর মৃত্যুর ঘটনায় আলোড়িত গোটা দেশ। ওই ঘটনার তদন্তে সিট গঠন করেছে যোগী আদিত্যনাথ সরকার। আজ সিট-এর সদস্যরা নির্যাতিতার বাড়িতে যান। তাঁরা পরিবারকে আশ্বস্ত করেছেন, সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রশাসনকে জমা দেওয়া হবে।
তবে এরই মধ্যে নির্যাতিতার বাবাকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নির্যাতিতার বাবা লিখিতভাবে জানিয়েছেন, প্রশাসনের ভূমিকায় তিনি সন্তুষ্ট। এ নিয়ে যাতে আন্দোলন বিক্ষোভ না হয়, তার জন্যও তিনি আবেদন করেছেন। বিরোধীদের অভিযোগ, কার্যত নির্যাতিতার বাবাকে দিয়ে এইভাবে মুচলেকা লিখিয়ে নিয়েছে যোগী সরকার। এরই মধ্যে আজ রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধীর হাথরস যাওয়ার কথা। তবে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। হাথরসে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না।
যোগীর পুলিশের গলা ধাক্কা খেয়ে আগের দিন ফিরে গেলেও আজ হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল-প্রিয়ঙ্কা। প্রায় ২৫ মিনিট ধরে কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে। নির্যাতিতার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা প্রিয়ঙ্কার। বললেন, মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ উত্তরপ্রদেশ সরকার। নিরাপত্তা দেওয়ার পরিবর্তে ভয় দেখাচ্ছে যোগীর পুলিশ। বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বললেন রাহুল। যেভাবে নির্যাতিতাকে দাহ করা হয়েছে তা নিয়ে রাহুল-প্রিয়ঙ্কার কাছেও তীব্র ক্ষোভপ্রকাশ, বিচার চাই, বলল পরিবার। ডিএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাঁতর আবেদন। পাশে থাকার আশ্বাস রাহুল-প্রিয়ঙ্কার। হাথরসে নির্যাতিতার বাড়িতে রাহুল-প্রিয়ঙ্কাকে যাওয়ার অনুমতি দিল যোগী প্রশাসন। সঙ্গে গেলেন অধীর, বেণুগোপাল সহ ৩ জন। আটকে গেলেন কংগ্রেসের বাকি সাংসদরা।
রাতের অন্ধকারে হাথরসের নির্যাতিতার দেহ জ্বালিয়ে দেওয়ার ৩ দিন পর চিতাভস্ম থেকে অস্থি সংগ্রহ করল পরিবার। ঘরের মেয়েকে কেন দাহ করার অধিকারটুকু দিল না যোগী-প্রশাসন? তীব্র ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন নির্যাতিতার মায়ের।
চাপের মুখে অবশেষে রাহুল-প্রিয়ঙ্কাকে হাথরসে ঢোকার অনুমতি দিল যোগী প্রশাসন। তাঁদের সঙ্গে নির্যাতিতার বাড়িতে যাবেন অধীর চৌধুরী, কে সি বেনুগোপাল এবং পি এল পুনিয়া। রাহুল-প্রিয়ঙ্কাকে স্বাগত জানাতে দুপুর থেকে দিল্লি-নয়ডা সংযোগকারী রাস্তায় জমায়েত করেন কংগ্রেস নেতা কর্মীরা। ভিড় হঠাতে তাঁদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভরত দলীয় নেতা-কর্মীদের শান্ত করতে একটা সময় মাইক হাতে গাড়ির উপর ওঠে পড়েন রাহুল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
