এক্সপ্লোর
Advertisement
শাহরুখ কেন অক্ষয়ের সঙ্গে কোনওদিন কাজ করবেন না? জেনে নিন
অক্ষয়ের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর কিন্তু সময় মিল খাবে না।
মুম্বই: ফ্যানেরা সব সময় প্রিয় তারকাদের এক সঙ্গে বড় পর্দায় দেখতে চান। যেমন ধরুন, এক সঙ্গে তিন খান বা খানেদের সঙ্গে অক্ষয়। কিন্তু শাহরুখ খানের সঙ্গে অক্ষয় কুমারের ছবি করার কোনও সম্ভাবনা নেই। কেন, সে কথাই এখন বলব।
সলমন খান ও অক্ষয় কুমারকে এক সঙ্গে মুঝসে শাদি করোগি-তে দেখা গিয়েছে। হিটও করেছিল সেই ছবি। কিন্তু শাহরুখ জানিয়ে দিয়েছেন, অক্ষয়ের সঙ্গে তাঁর ছবি করার সম্ভাবনা নেই। তিনি নাকি এক সাক্ষাৎকারে বলেছেন, অক্ষয়ের মত কাকভোরে ঘুম থেকে উঠে পড়া তাঁর ধাতে নেই। অক্ষয় যখন উঠে পড়েন, তখন তিনি ঘুমোতে যান। অক্ষয় কাজকর্ম সকালে সারেন কিন্তু শাহরুখ নিজেকে নিশাচর বলতে ভালবাসেন, কাজ করেন নাইট শিফটে। তাই তাঁর কথায়, যদি কেউ তাঁদের এক ছবিতে কাস্ট করেন, তবে সেটে দুজনকে এক সঙ্গে পাওয়া যাবে না। অক্ষয়ের সঙ্গে কাজ করতে তাঁর ভাল লাগবে ঠিকই কিন্তু দেখাই হবে না এক সঙ্গে। অক্ষয় যখন সেট ছেড়ে বার হবেন, তখন তিনি ঢুকবেন। অক্ষয়ের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর কিন্তু সময় মিল খাবে না।
অক্ষয়ের নতুন ছবি লক্ষ্মী সোমবার ডিজনি +হটস্টারে মুক্তি পেয়েছে। এছাড়া তাঁর হাতে রয়েছে সূর্যবংশী, পৃথ্বীরাজ, বেল বটম, আতরঙ্গি রে-র মত একগুচ্ছ ছবি। আর শাহরুখের শেষ ছবি জিরো ২০১৮ সালে বিশ্রীভাবে ফ্লপ করে। ফ্যানেরা এখনও তাঁর নতুন ছবি ঘোষণার অপেক্ষায়। শোনা যাচ্ছে পাঠান ছবিতে কাজ করবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement