Child sex ratio : লিঙ্গ অনুপাত সবথেকে খারাপ উত্তরাখণ্ডে, নীতি আয়োগের সূচকে ভাল ফল কোন রাজ্যের ?
লিঙ্গ অনুপাতে রাজ্যগুলির মধ্যে সবথেকে খারাপ ফল উত্তরাখণ্ডের। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে নীতি আয়োগের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলস(SDG) ২০২০-২১ সূচক।
নিউ দিল্লি : লিঙ্গ অনুপাতে রাজ্যগুলির মধ্যে সবথেকে খারাপ ফল উত্তরাখণ্ডের। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে নীতি আয়োগের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোলস(SDG) ২০২০-২১ সূচক। জন্ম পরিসংখ্যান অনুযায়ী এই রাজ্যে লিঙ্গ অনুপাত ৮৪০। জাতীয় গড় ৮৯৯।
এই সূচকে সবথেকে ভাল ফল করেছে ছত্তিসগড়। যেখানে পুরুষ-নারীর অনুপাত ৯৫৮। যা জাতীয় গড়ের থেকেও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। এখানে লিঙ্গ অনুপাত ৯৫৭।
এছাড়া পরিস্থিতি অনেক বদলেছে পঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যে। আগে এই দুই রাজ্যে লিঙ্গের অনুপাত ছিল কম। হরিয়ানায় পুরুষ ও নারীর অনুপাত যথাক্রমে ১০০০ ও ৮৪৩ জন। পঞ্জাবে এই সংখ্যাটা ৮৯০।
নীতি আয়োগের সহ সভাপতি রাজীব কুমার কর্তৃক প্রকাশিত SDG India Index 2020-21 -এর তৃতীয় সংস্করণ অনুযায়ী, সূচকে ৭৫ নম্বর নিয়ে শীর্ষে কেরল। ৫২ নম্বর পেয়ে সবথেকে খারাপ অবস্থা বিহারের।
নীতি আয়োগের পরিসংখ্যান অনুযায়ী, ৭৪ পয়েন্ট পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থান ধরে রেখেছে হিমাচলপ্রদেশ ও তামিলনাড়ু। ৫২, ৫৬ ও ৫৭ নম্বর পেয়ে খারাপ ফল করেছে যথাক্রমে বিহার, ঝাড়খণ্ড এবং অসম। তবে ২০১৯-এর থেকে ভাল ফলে করেছে মিজোরাম, হরিয়ানা ও উত্তরাখণ্ড। যথাক্রমে ১২, ১০ ও ৮ পয়েন্ট করে বাড়িয়েছে এই রাজ্যগুলি।
নীতি আয়োগের তরফে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশের SDG স্কোরের ৬ পয়েন্ট উন্নতি হয়েছে। ২০১৯ সালে যা ছিল ৬০, ২০২০-২১-এ তা এসে দাঁড়িয়েছে ৬৬-তে। দেশজুড়ে Goal 6(পরিষ্কার জল ও স্বাস্থ্যব্যবস্থা) এবং Goal 7(সাশ্রয়ী ও পরিচ্ছন্ন শক্তি)-এ দৃষ্টান্তমূলক পারফরম্যান্সের জেরে এই লক্ষ্যে পৌঁছানো গিয়েছে।
২০১৮ সালে এই SDG সূচকের শুরু হয়। এর জেরে বিশ্বের নিরিখে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে র্যাঙ্কিংয়ের মাধ্যমে ক্রমাগত প্রতিযোগিতা চলছে। বলছে নীতি আয়োগ। সাম্প্রতিক এই সূচক ইউনাইটেড নেশনস ইন ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। যাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১১৫টি সূচক খতিয়ে দেখা হয়।