Himachal Pradesh : প্রবল দুর্যোগ, হড়পা বানে একে একে তলিয়ে গেলেন বাবা-মা-ঠাকুরমা, ঘরের কোণে একা বেঁচে ১১ মাসের মেয়ে
পরপর মেঘ ভাঙা বৃষ্টি, তোড়ে নেমে আসা হড়পা বাণ, ভূমিধসে বিপর্যস্ত পর্যটনের স্বর্গরাজ্য হিমাচল। মান্ডির রাস্তা ঘাটে ধ্বংসের ছবি। স্বজনহারাদের কান্না। সর্বস্ব হারিয়ে হাহাকার।

সিমলা : কাতারে কাতারে দেহ। বহু মানুষ নিখোঁজ। নৈসর্গিক সৌন্দর্যের হিমাচলের বহু জায়গা এখন মৃত্যুপুরী। যে প্রকৃতি তার সৌন্দর্যের অহঙ্কার, সেই প্রকৃতিই আজ তছনছ করে দিয়েছে সবকিছু। পরপর মেঘ ভাঙা বৃষ্টি, তোড়ে নেমে আসা হড়পা বাণ, ভূমিধসে বিপর্যস্ত পর্যটনের স্বর্গরাজ্য হিমাচল। মান্ডির রাস্তা ঘাটে ধ্বংসের ছবি। স্বজনহারাদের কান্না। সর্বস্ব হারিয়ে হাহাকার।
প্রকৃতির এই ভয়ঙ্কর খেলায় সব থেকে ক্ষতিগ্রস্ত মান্ডি। সেখানে দেখা গেল এক মর্মান্তিক ছবি। ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে প্রাণ গিয়েছে স্বামী - স্ত্রীর। সর্বগ্রাসী বাণ ভাসিয়ে নিয়ে গিয়েছে তাঁদের। কিন্তু অলৌকিক ভাবে বেঁচে গিয়েছে ১১ মাসের একরত্তি মেয়ে। প্রকৃতি কেড়ে নিয়েছে তার বাবা-মাকে, মারা গিয়েছেন ঠাকুরমাও। রাত ১ টা নাগাদ জলের তোড়ে ভেসে যান বাড়ির সকলেই। কিন্তু সকালে উদ্ধারকারীরা সেখান থেকে খুঁজে পান ছোট্ট মেয়েটিকে। মৃত্যুপুরীতে একা বেঁচে সে। জ্ঞান হওয়ার আগেই সে হারিয়ে ফেলল সবটুকুই। স্থানীয় সূত্রে খবর, হঠাৎ বাণের জল ঢুকে পড়ে তাদের বাড়িতে। তোড়ে ভেসে যান রমেশ কুমার , রাধা দেবী এবং বয়স্কা পুনম দেবী। পরিবারের তিনজনেরই মৃত্যু হয়।
পরের দিন সকালে তল্লাশি অভিযান শুরু করা হয়। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে রমেশের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে রাধা দেবী এবং পুনম দেবীর মৃতদেহ এখনও নিখোঁজই। SDRF অনুসন্ধান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিশুকন্যাটির কাকা জানিয়েছেন, বেশ কয়েকটি পরিবার বাচ্চাটিকে দত্তক নিতে চেয়েছে। কিন্তু তাঁরা নিজেরাই বড় করতে চান তাঁকে। "আমরা ওকে ছেড়ে দেব না, আমরা তাকে বড় করব" জানালেন কারা।
২০ জুন থেকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় চলছেই। হিমাচল প্রদেশে বিধ্বস্ত ভূমিধসে। আকস্মিক বন্যা এবং মেঘ ভাঙআ বৃষ্টিতে ৭৮ জন মারা গিয়েছেন। এর মধ্যে মান্ডি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা।সারা হিমাচল জুড়ে শত শত রাস্তা বন্ধ রয়েছে। আইএমডি রাজ্যের ১০টি জেলায় নতুন করে হড়পা বানের সতর্কতা জারি করেছে। আইএমডি মান্ডি, কাংড়া এবং সিরমাউরের পাশাপাশি রেড অ্যালার্ট জারি করেছে। ২৪ ঘন্টার মধ্যে অত্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। মান্ডি এবং পার্শ্ববর্তী এলাকায় আকস্মিক বন্যার পূর্বাভাসও রয়েছে।






















