Holi 2025: পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় রং দিতে আসে বন্ধুরা, না মাখায় গলা টিপে খুন যুবাকে
Holi Incident News: এই ঘটনায় মুহূর্তে শোকের ছায়া নামে পরিবারে। পরে ক্ষুব্ধ পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা হংসরাজের মৃতদেহ নিয়ে বিক্ষোভ করে।

জয়পুর: মুহূর্তের আনন্দ যেন বদলে গেল বিষাদে। যা হতে পারত উচ্ছ্বাসের তা শেষ হল চরম পরিণতিতে। হোলির আগে তিনজনকে রঙ লাগাতে বাধা দেওয়ার চেষ্টা করার জন্য ২৫ বছর বয়সী এক যুবককে শ্বাসরোধ করে খুন করল তারই বন্ধুরা।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, রাজস্থানের দৌসা জেলায় ঘটেছে ঘটনাটি। বুধবার সন্ধ্যায় রালওয়াস গ্রামে এই ঘটনাটি ঘটে যখন অশোক, বাবলু এবং কালুরাম স্থানীয় একটি লাইব্রেরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন হংসরাজের গায়ে রং লাগাতে যান। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দীনেশ আগরওয়াল জানিয়েছেন, হংসরাজ খেলতে চাননি সেই সময়ে। এরপরই তাকে তিনজন লাথি মেরে এবং বেল্ট দিয়ে পেটায়, তারপর তাদের মধ্যে একজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
এই ঘটনায় মুহূর্তে শোকের ছায়া নামে পরিবারে। পরে ক্ষুব্ধ পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা হংসরাজের মৃতদেহ নিয়ে বিক্ষোভ করে। এলাকার ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে যা রাত ১টা পর্যন্ত অব্যাহত ছিল।
আরও পড়ুন, সামনেই বড় বিপদ! ভূমিকম্পেই সব শেষ, মুসলিম রাষ্ট্রে পরিণত হবে এই দেশ! বাবা ভাঙ্গার চরম ভবিষ্যদ্বাণী
বিক্ষোভকারীরা হংসরাজের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি এবং অভিযুক্ত তিনজনকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানায়। পুলিশের আশ্বাসের পর অবশেষে ন্যাশনাল হাইওয়ে থেকে দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
