Holi 2021 আনন্দের উৎসব, হোলির শুভেচ্ছা মোদি থেকে হ্যারিসের
রঙয়ের উৎসব ঐক্যের ও সম্প্রীতির, এই দিনটি সকলের জীবনে আনন্দ, শান্তি ও ভালো সময় নিয়ে আসুক, শুভেচ্ছাবার্তায় লিখেছেন মোদি।
নয়াদিল্লি: আজ হোলি। দেশজুড়ে চলছে রঙের উৎসব পালন। হোলি পুণ্যলগ্নে দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন একাধিক রাষ্ট্রনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, সকলেই হোলির শুভেচ্ছা জানিয়েছেন। এমনিতেই গোটা বিশ্বজুড়ে এখনও চোখ রাঙাচ্ছে করোনা। তাই হোলির উৎসবে মেতে ওটার মাঝে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তারা।
নরেন্দ্র মোদি তাঁর শুভেচ্ছাবার্তায় হোলি উৎসবের মাধ্যমে মানুষের জীবনে ‘নতুন উদ্যম ও স্ফূর্তি’ আগমনের প্রত্যাশা রেখেছেন। হিন্দিতে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সবাইকে হোলির অনেক শুভেচ্ছা। আনন্দ, উৎসব, হাসির মাধ্যমে মানুষের জীবনে নতুন উৎসাহ ও শক্তি সঞ্চয় হোক প্রত্যাশা রাখি।’ হোলির শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখা বার্তায় বলেছেন, ‘হোলির পুণ্যতিথিতে দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। রঙয়ের উৎসব ঐক্যের ও সম্প্রীতির, এই দিনটি সকলের জীবনে আনন্দ, শান্তি ও ভালো সময় নিয়ে আসুক, এই প্রার্থনা করি।’
এদিকে কিছুদিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তিনি টুইটারে লেখেন, ‘হ্যাপি হোলি। বন্ধুবান্ধব ও কাছে লোকজনের সঙ্গে রঙের উৎসবে মেতে ওটার দিন হোলি। সব বিভেদ দূরে সরিয়ে রেখে ইতিবাচক মেজাজে একসঙ্গে উৎসবপালন করার দিন। যে কঠিন সময়ের মধ্যে দিয়ে গোটা বিশ্ব এগিয়ে চলেছে, সেই সময় বিশেষ গুরুত্বপূর্ণ আজকের দিনটা।’
করোনাকালে দোল বা হোলি খেলায় আছে একাধিক বিধি নিষেধ। কিন্তু রঙের উৎসবও যে একবার। তাই করোনাকালে সব বিধি মেনেই রঙের উৎসবে মেতেছেন দেশবাসী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই প্রকাশ্যে দোল ও হোলি খেলা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় এবার দোল খেলা নিয়ে সংশয়ে উৎসবপ্রিয় মানুষ। গতকাল দোলের দিনের দেখে গিয়েছিল, করোনার আবহের জেরেই চেনা দোল বা হোলি খেলার ছবিটা পাল্টে গিয়েছে। জমায়েত বা শোভাযাত্রার বদলে ছোট করে পারিবারিকভাবেই উৎসবপালনে জোর দিয়েছেন অনেকেই।