Paramilitary Forces Update: গত ৬ বছরে আধাসামরিক বাহিনীর ৬৮০ জওয়ান আত্মহত্যা করেছেন : স্বরাষ্ট্র মন্ত্রক
গত ৬ বছরে ৬৮০ জন জওয়ান আত্মহত্যা করেছেন। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ও অসম রাইফলসের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজ্যসভায় এই ডেটা পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্য়ানন্দ রাই।
নয়া দিল্লি : আধাসামরিক বাহিনীর ৬৮০ জন জওয়ান আত্মহত্যা করেছেন। গত ছয় বছরের এই পরিসংখ্যান তুলে ধরল কেন্দ্র। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ও অসম রাইফলসের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজ্যসভায় এই ডেটা পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্য়ানন্দ রাই।
দুর্ঘটনাতেও মারা গেছেন অনেক জওয়ান। সংখ্যাটা ১৭৬৪। এর পাশাপাশি এনকাউন্টার চলাকালীন শহিদ হয়েছেন ৩২৩ জন।
বিজেপি সাংসদ সুশীল কুমার মোদি জানতে চান যে, গত ছয় বছরে কি আধাসামরিক বাহিনীর ৭০০-র বেশি জওয়ান আত্মহত্যা করেছেন ? এর পরিপ্রেক্ষিতে লিখিত আকারে উত্তর দেওয়া হয় স্বরাষ্ট্র দফতরের তরফে। নিত্য়ানন্দ রাই রাজ্যসভায় লিখিতভাবে জানান, অন্যান্য বিভিন্ন কারণের পাশাপাশি পারিবারিক সমস্যা, অসুস্থতা এবং অর্থনৈতিক সমস্যার কারণে হয়ত এই সংখ্যক জওয়ান আত্মহত্যা করেছেন। যদিও বিভিন্ন প্রফেশনাল এজেন্সির সঙ্গে কথা বলে সময়ে সময়ে বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০০৪ সালে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের তরফে উদ্বেগ বা অবসাদের কারণ নিয়ে একটি গবেষণা চালানো হয়। এর পাশাপাশি বিএসএফ ও সিআরপিএফ-এর ক্ষেত্রেও ২০১২ সালে একই বিষয়ে পরীক্ষা চালায় আইআইএম আমেদাবাদ।
এদিকে সম্প্রতি সামনে আসা স্বরাষ্ট্র মন্ত্রকের ডেটা অনুযায়ী , আধা সামরিকবাহিনীর ৮১ হাজারের বেশি জওয়ান স্বেচ্ছাবসর নিয়েছেন। গত দশকে সিআরপিএফ, বিএসএফ-এর মতো সংস্থা থেকে অবসর নিয়েছেন তাঁরা। এর মধ্যে ২০১৭ সালে সবথেকে বেশি স্বেচ্ছাবসর নিয়েছেন। ১১ হাজারের বেশি। ডেটা অনুযায়ী, ২০১১ থেকে ২০২০ সালের মধ্য়ে নিজেদের সংস্থা থেকে পদত্যাগ করেছেন ১৫ হাজার ৯০৪ জন কর্মী। এর মধ্য়ে ২০১৩ সালে ছিল সর্বোচ্চ। ২ হাজার ৩৩২ জন পদত্যাগ করেছেন ওই সময়ের মধ্যে।
তবে, এই স্বেচ্ছাবসর বা পদত্যাগের পিছনে নির্দিষ্ট কোনও কারণের কথা জানা যায়নি। যদিও বাহিনীর তরফে যে খবর রয়েছে সেই অনুযায়ী, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, স্বাস্থ্যের সমস্যা এবং কেরিয়ারে ভাল সুযোগ- এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কারণ। মন্ত্রকের এক আধিকারিকের সূত্রে এমনই খবর জানা যায়।