এক্সপ্লোর
Advertisement
ভারতে আসতে চলেছে চিনের স্মার্টফোন অনার ৩০
তিনটি ফোনই ফ্ল্যাগশিপ সিরিজের।
নয়াদিল্লি: চিনা স্মার্টফোন অনার সে দেশে অনার ৩০ সিরিজ লঞ্চ করেছে। এইই সিরিজে রয়েছে অনার ৩০, অনার ৩০ প্রো ও অনার ৩০ প্রো+। ভারতে কবে এই ফোন আসবে এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, শিগগিরই এ দেশের বাজারে পাওয়া যাবে এই ফোন।
অনার ৩০ পাওয়া যাবে ৬জিবি+১২৮জিবি-তে। দাম ৩২,০০০ টাকার মত। আর ৮জিবি+১২৮জিবি ফোনের দান ৩৪,০০০ টাকা। আবার ৮জিবি+২৫৬জিবির দাম ৩৭,০০০ টাকার কাছাকাছি।
আবার অনার ৩০ প্রো-র ৮জিবি+১২৮জিবির দাম প্রায় ৪৩,০০০ টাকা। এর ৮জিবি+২৫৬জিবির দাম ৪৭,৬০০ টাকার কাছাকাছি। আবার অনার ৩০ প্রো+-এর ৮জিবি+২৫৬জিবির দাম প্রায় ৫৪,০০০ টাকা। ১২জিবি+২৫৬জিবির দাম ৬০,০০০ টাকার মত। তিনটি স্মার্টফোনেরই প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। বিক্রি শুরু হবে ২১ এপ্রিল থেকে।
অনার ৩০-তে ৬.৫৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে রয়েছে। অনার ৩০ প্রো ও ৩০ প্রো+-এ রয়েছে নিজস্ব রেজোলিউশনের পাশাপাশি ৬.৫৭ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। তিনটি ফোনেই ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, সঙ্গে ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
অনার ৩০-তে হাইসিলিকন কিরিন ৯৮৫ প্রসেসর রয়েছে। অনার ৩০ প্রো ও ৩০ প্রো+-এ রয়েছে কিরিন ৯৯০ ৫জি প্রসেসর। ফটোগ্রাফির জন্য রয়েছে অনার ৩০-তে কড রিয়ার ক্যামেরা, সেলফির জন্য ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা। ৩০ প্রো-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ৩০ প্রো+-এ ৫০ এমপি আলট্রাভিশন এমX৭০০ মেন সেন্সর, ১৬ এমপি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ৮এমপি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। তিনটি ফোনই ফ্ল্যাগশিপ সিরিজের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement