(Source: ECI/ABP News/ABP Majha)
ব্রাজিলে আকাশ থেকে "রত্নবৃষ্টি", নেমে এল ঝাঁকে ঝাঁকে পাথর, সবচেয়ে বড় খণ্ডের দাম কত জানেন?
প্রায় ৪৬ লক্ষ বছর পূর্বে পৃথিবী তৈরির আগে সৌরমণ্ডলে প্রথম যে সব পাথর তৈরি হয়, এটি তার মধ্যে একটি...
রিও দি জেনেইরো: উত্তরপূর্ব ব্রাজিলের ছোট্ট নগর সান্টা ফিলোমেনা। কিন্তু সেই অখ্যাত নগর এখন সংবাদ শিরোনামে। আকাশ থেকে কালো রঙের পাথর (মেটিওরাইট বা উল্কাপিণ্ড) বৃষ্টি হচ্ছে। যার সবচেয়ে বড় খণ্ডের দাম ২০ লক্ষ টাকা। ১৯ অগাস্টের এই ঘটনায় এখন খবরের পাতায়।
সত্যজিৎ রায়ের ’গুপী গাইন বাঘা বাইন‘, -এ আকাশ থেকে মণ্ডা, মিঠাই সহ নানান সুস্বাদু খাবার পডে়ছিল হাঁড়ি, হাঁড়ি। ব্রাজিলের অখ্যাত গ্রামেও তেমন আকাশ থেকে ’টাকা‘ ঝরে পড়েছে। এলাকাবাসীর মতে পুষ্পবৃষ্টির মতো আকাশ থেকে কালো পাথর বৃষ্টি হয়েছে। এই দামি পাথর গুলি প্রায় ৪৬ লক্ষ বছর পুরনো বলেই মনে করা হচ্ছে।
আকাশ থেকে যত পাথর পড়েছে তার মিলিত ওজন প্রায় ৪০ কেজি। ২০ বছর বয়সি এক ছাত্র এডিমার ডা কোস্টা রডরিগ জানিয়েছেন, ’’আকাশ থেকে পাথর বৃষ্টির এই ভিডিওতেই দেখা গিয়েছে। ওই সময় আকাশ কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। তিনি জানিয়েছেন, এই পাথরগুলি খুব দামি, প্রতি গ্রামের দাম ৪০ রিয়েল। এ গ্রামের ৯০ শতাংশই কৃষিজীবী। বেশি দোকানপাটও নেই। জীবিকা বলতে কৃষিকাজ। প্রয়োজনের সময় এই পাথর অনেকের সহায় হবে।‘‘
বহু লক্ষ বছরের পুরনো পাথর সম্পর্কে বলতে গিয়ে সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ইনসস্টিউটের অধ্যাপক গ্রেবিয়েল সিলভা বলেছেন, ’’পৃথিবী তৈরির আগে সৌরমণ্ডলে প্রথম যে সব পাথর তৈরি হয়, এটি তার মধ্যে একটি। পৃথিবী কী ভাবে তৈরি হয়েছিল, তার সম্যক ধারণা দেয় মেটিওরাইট। ‘‘