Hyderabad News: ভয়াবহ বিস্ফোরণ রাসায়নিক ভর্তি ট্যাঙ্কারে, জীবন্ত দগ্ধ একের পর এক, মৃত্যুমিছিল
Hyderabad Chemical Tanker Blast ভয়াবহ বিস্ফোরণ তেলঙ্গানায় । কেঁপে উঠল গোটা এলাকা। রাসায়নিক ট্যাঙ্কার ফেটে মৃত্যু মিছিল নিজামের শহরে।

ভয়াবহ বিস্ফোরণ তেলঙ্গানায় । কেঁপে উঠল গোটা এলাকা। রাসায়নিক ট্যাঙ্কার ফেটে মৃত্যু মিছিল নিজামের শহরে। সোমবার হায়দরাবাদে সিগাচি কেমিক্যালস কারখানায় একটি রাসায়নিক ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন বলে খবর। কীভাবে বিস্ফোরণ, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে খবর, সিগাচি ইন্ডাস্ট্রিজ বলে একটি সংস্থা সম্প্রতিই হায়দরাবাদে একটি নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খোলে। আর সেখানেই এই দুর্ঘটনা।
একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে
সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে অবস্থিত সিগাচি কেমিক্যালসে একটি রিঅ্যাক্টরে বিস্ফোরণ হয়। এর পর আগুন ছড়িয়ে পরে দ্রুত । ইতি মধ্যেই ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যাও বহু বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দমকলের ২ টি ইঞ্জিন এবং একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে দ্রুত।
VIDEO | Medak, Telangana: At least ten people dead after a fire broke out following a reactor explosion at Sigachi Chemical Industry in Pashamylaram.
— Press Trust of India (@PTI_News) June 30, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/TgfWczjtoM
স্থানীয় সূত্রে খবর, তেলের ট্যাঙ্কারটি এলপিজি সিলিন্ডার ভরা ট্রাকের খুব কাছে বিপজ্জনকভাবে পার্ক করা ছিল, সেই সময় হঠাৎ করে আগুন ধরে যায় । দমকল অফিসারদের মতে, ট্যাঙ্কারের ব্যাটারিটিই প্রথমে ফেটে যায়। তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন লেগে যায়। এর ফলে বড় বিপদের আশঙ্কা প্রকট হয়। এলাকায় ক্রমেই ছড়িয়ে পড়ে আগুন। তবে বিপদ আরও বাড়তে পারত। স্থানীয়দের মতে, দমকল বাহিনীর তৎপরতাতেই আরও বড় বিপদ এড়ানো গিয়েছে। চেরলাপল্লী ফায়ার স্টেশন থেকে একটি দমকল ইঞ্জিন কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর আরও ইঞ্জিন পৌঁছায়।






















