এক্সপ্লোর
Advertisement
চিন থেকে আসা র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটে কী ধরনের ত্রুটি? পরীক্ষা করে দেখছে আইসিএমআর
এক আধিকারিক জানিয়েছেন, যদি এই কিটগুলির গুণমান একেবারেই খারাপ হয়, তাহলে তাঁরা দু’টি সম্ভাবনার কথা ভেবে রেখেছেন।
নয়াদিল্লি: চিন থেকে আসা র্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিটের গুণমান ভালভাবে পরীক্ষা করছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এক আধিকারিক জানিয়েছেন, যদি এই কিটগুলির গুণমান একেবারেই খারাপ হয়, তাহলে তাঁরা দু’টি সম্ভাবনার কথা ভেবে রেখেছেন। প্রথমটি হল, এই ব্যাচের কিটগুলি বাতিল করে সংশ্লিষ্ট সংস্থাকেই নতুন করে কিট পাঠাতে বলা হবে। দ্বিতীয় সম্ভাবনা হল, যে সংস্থা নিম্নমানের কিট পাঠাচ্ছে, সেই সংস্থার কাছ থেকে আর কোনও পণ্য নেওয়া হবে না। এর বদলে অন্য কোনও সংস্থাকে নতুন করে অর্ডার দেওয়া হবে।
এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার চিন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের সংস্থাগুলিকে ৩৭ লক্ষ র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের অর্ডার দিয়েছে। তবে এখনও পর্যন্ত মাত্র সাত লক্ষ কিট এসে পৌঁছেছে। তার মধ্যে বেশিরভাগ কিটই এসেছে চিন থেকে। সেই কিটগুলি নিম্নমানের বলে জানা গিয়েছে। আইসিএমআর সূত্রে খবর, দেশের আটটি রাজ্য পাঠানো হয়েছ এই কিট। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। কিটগুলিতে কী সমস্যা আছে, সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনই এই কিটগুলি দিয়ে যে সমস্ত করোনা আক্রান্তদের পরীক্ষা করা হয়েছে, তাঁদেরও শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement