(Source: ECI/ABP News/ABP Majha)
Ideas of India: CEO অবিনাশ পাণ্ডের হাতে উদ্বোধন Ideas of India Summit-এর
Ideas of India Summit: সামিটের সূচনা করে এদিন তিনি সবাইকে অভ্যর্থনা জানান। উদ্বোধনী বক্তব্যও রাখেন।
নয়াদিল্লি: এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পান্ডে (Avinash Pandey) উদ্বোধন করলেন ABP Network Ideas of India Summit-এর দ্বিতীয় অধ্যায়ের। সামিটের সূচনা করে এদিন তিনি সবাইকে অভ্যর্থনা জানান। আগামী ২দিন সমাজের উচ্চস্তরের নানা ব্যক্তিত্ব এই মঞ্চে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি।
কী বললেন CEO?
সিইও অবিনাশ পান্ডে বলেন, 'আমরা কোভিড (Covid) পেরিয়ে এসেছি। কিন্তু একবছর আগে যে যুদ্ধ শুরু হয়েছে সেটা এখনও চলছে।' রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে একাধিক অর্থনৈতিক ক্ষতি হয়েছে, পরিবেশের ক্ষতি হয়েছে,-এই প্রসঙ্গও তুলে ধরেন এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পান্ডে। তিনি বলেন, 'এবিপিতে আমরা ভারতের পরিকল্পনাতে বিশ্বাস করি। ভারতের গণতন্ত্রে বিশ্বাস করি। ভারতের বৈচিত্রে বিশ্বাস করি, ক্ষোভে বিশ্বাস করি। আত্মদর্শনে, কাজে বিশ্বাস করি। সবার উপরে আমরা রাখি ধর্মীয় ভাবনাকে।'
ভারত যেভাবে কোভিড সামলেছে, অর্থনৈতিক মন্দা সামলেছে তাতে ভারতীয়রা সৌভাগ্যবান এবং গর্বিত, বক্তব্য রাখার সময় এমনটাই বলেছেন অবিনাশ পান্ডে। আমাদের অর্থাৎ ভারতের কী রয়েছে, আমরা আরও কতটা এগোতে পারি। এটা নিয়ে ভাবার জন্য অন্যতম মঞ্চ Ideas of India। বক্তব্য রাখার সময় বলেন এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পান্ডে। আগামী দশকে বিশ্বমঞ্চে অর্থনৈতিক শক্তি হিসেবে অনেকটা এগিয়ে যাবে ভারত। এমনটা বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক সংস্থা বলেছে। সেই প্রসঙ্গ উঠে এসেছে সিইও অবিনাশ পান্ডের কথায়।
এবিপি নেটওয়ার্কের Ideas of India-এক দ্বিতীয় অধ্যায় ২ দিন ধরে হবে মুম্বইয়ে। ইউরোপ যখন যুদ্ধে বিধ্বস্ত তখন এনার্জি সেক্টরে ভয়াবহ ধাক্কা লেগেছে, সেই সময় ভারতীয় অর্থনীতি সেটাকে সামলেছে। কোভিড পরবর্তী সময়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো স্থানে এগোচ্ছে ভারত। ভারতের নয়া প্রজন্ম বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দেওয়ার জন্য়ও তৈরি। এই প্রেক্ষাপটেই নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই ২দিনের অনুষ্ঠানে।
চলতি বছরের এবিপি Ideas of India-তে ৪০টি সেশন থাকবে এবং ৬০ জন বক্তা রয়েছেন। ভবিষ্যতে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য এগোচ্ছে ভারত। সেইদিকে তাকিয়েই এই অনুষ্ঠানে মনোজ্ঞ এবং চিন্তাশীল আলোচনা করবেন বক্তারা।
এবিপি নেটওয়ার্কের (ABP Network)- Ideas of India Summit-এর দ্বিতীয় অধ্যায়ে (Second Edition) দেখা যাবে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরী, অশ্বিনী বৈষ্ণবকে। দেখা গিয়েছে অভিনেত্রী আশা পারেখ, আয়ুষ্মান খুরানা, জিনাত আমানকে। আসছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমিরেটাস নারায়াণ মূর্তি। আসছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান, একনাথ শিন্ডে। এছাড়াও এই অনুষ্ঠানে এসেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রুস।