BSF Jawan Lynched: মেয়ের অশ্লীল ভিডিও অনলাইন! প্রতিবাদ জানাতে গিয়েছিলেন, গুজরাতে BSF জওয়ানকে পিটিয়ে খুনের অভিযোগ
Gujarat News: মধ্য গুজরাতের খেড়া জেলার নাদিয়াদে এই ঘটনা ঘটেছে।
আমদাবাদ: মেয়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে নেটমাধ্যমে। প্রতিবাদ জানাতে গিয়ে গুজরাতে মর্মান্তিক পরিণতি হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানের (BSF Jawan Lynched)। তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। গুজরাতের নাদিয়াদে এই ঘটনা ঘটেছে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছেলেও। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে থানায় (Gujarat News)।
বিএসএফ জওয়ানকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ গুজরাতে
মধ্য গুজরাতের খেড়া জেলার নাদিয়াদে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরী মেয়ের অশ্লীল ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তা জানেত পেরে এক ১৫ বছরের কিশোরের বাড়িতে যান নিহত মেলজিভাই বাঘেলা। ওই কিশোরই ভিডিও ছড়ানোয় লিপ্ত ছিল বলে অভিযোগ। সেখানে পৌঁছলে অভিযুক্ত কিশোরের বাবা দীনেশ যাদব এবং তাঁর পরিবারের সঙ্গে ঝামেলা বাধে মেয়েটির পরিবারের। মেয়েটির পরিবারের উপর সকলে মিলে চড়াও হন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাড়ির লোকজনকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। আঘাত করা হয় ধারাল অস্ত্র দিয়ে। ওই বিএসএফ জওয়ানের ছেলেকেও বেধড়ক মারধর করা হয়। তাতে ওই তরুণ গুরুতর আহত হয়েছে। মৃত্যু হয়েছে ওই বিএসএফ জওয়ানের।
Gujarat | Seven accused arrested after they killed a BSF soldier Meljibhai Vaghela as he went to their home after one of the accused Shailesh Jadav made a video of victim's daughter viral in Chaklasi village in Nadiad on December 24: DSP VR Bajpai, Nadiad (26.10) pic.twitter.com/k3fEgrvARF
— ANI (@ANI) December 27, 2022
আরও পড়ুন: Petrol Diesel Rate Today: অপরিশোধিত তেলের দামে বৃদ্ধি, দেশেও কি পেট্রল ডিজেলের দাম বাড়ল ?
স্থানীয়দের দাবি, ওই বিএসএফ জওয়ানের মেয়ে এবং অভিযুক্ত কিশোর একই স্কুলে পাঠরত। তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ঘনিষ্ঠ মুহূর্তে মেয়েটির ছবি তুলে ছেলেটি অনলাইনে ছড়িয়ে দেয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতে মেয়েটির বাড়ির লোকজন কথা বলতেই গিয়েছিলেন। কিন্তু তাতে অশান্তি বাধে। ছেলেটির বাড়ির লোকজন মারমুখী হয়ে তেড়ে আসেন তাঁদের দিক। তাতেই ঘটে যায় অঘটন।
মেয়ের আপত্তিকর ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার প্রতিবাদ করায়, মোদির রাজ্যে BSF জওয়ানকে পিটিয়ে, কুপিয়ে খুনের অভিযোগ উঠল। বাবাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন জওয়ানের ছেলে। গুজরাতের খেড়া জেলার চাকলাসি এলাকার ঘটনাটি ঘটেছে। অভিযোগ, বাণীপুরমের বাসিন্দা এক যুবক BSF জওয়ানের মেয়ের আপত্তিকর ভিডিয়ো ভাইরাল করে দেয়। গতকাল মেয়েটির বাবা, মা, দুই দাদা, এক খুড়তুতো দাদা মিলে অভিযুক্তের সঙ্গে কথা বলতে গেলে, ৭ জন মিলে লাঠিসোটা নিয়ে জওয়ান ও তাঁর স্ত্রী-ছেলের ওপর চড়াও হয়। ধারাল অস্ত্রের আঘাতে জওয়ানের মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত ৭ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
দুই সহপাঠীর মধ্যে সম্পর্ক, পরে ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল করে দেওয়ার অভিযোগ
এই ঘটনায় ৩০২, ৩০৭, ৩২২, ৫০৪, ১৪৩ এবং ১৪৯ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শনিবার রাতে এ নিয়ে থানায় এফআইআর দায়ের হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় সাত জনতে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বিএসএফ জওয়ান দীর্ঘ ২৮ বছর ধরে সীমান্তরক্ষী বাহিনীতে কর্মরত। রবিবার পূর্ণ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।