মার্কিন ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের নাম ঘোষণা জো বিডেনের, কটাক্ষ ট্রাম্পের
বিশেষজ্ঞ মহলের মতে, ভারতীয়-মার্কিন ও আফ্রো-মার্কিন সম্প্রদায়ের মন জিততেই বিডেন হ্যারিসকে নির্বাচিত করেছেন
ওয়াশিংটন: আগামী মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যালিফর্নিয়ার সেনেটর কমলা দেবী হ্যারিসের নাম ঘোষণা করলেন প্রেসিডেন্ট পদের দৌড়ে থাকা ডেমোক্র্যাটিক প্রার্থী জো বিডেন।
মঙ্গলবার দুপুরে (মার্কিন সময়) ট্যুইটের মাধ্যমে এই ঘোষণা করেন বিডেন। করোনা আবহে আগামী সপ্তাহ থেকে ভারচুয়ালি দলের জাতীয় কনভেনশন শুরু করতে চলেছেন বিডেন। সেখানেই সরকারিভাবে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষিত হবে জো বিডেনের নাম।
I have the great honor to announce that I’ve picked @KamalaHarris — a fearless fighter for the little guy, and one of the country’s finest public servants — as my running mate.
— Joe Biden (@JoeBiden) August 11, 2020
Let’s go win this, @KamalaHarris. pic.twitter.com/O2EYo6rYyk
— Joe Biden (@JoeBiden) August 12, 2020
Folks, @KamalaHarris and I will be holding a grassroots fundraiser tomorrow night and we would love it if you could join us. Chip in today to reserve your spot: https://t.co/0ZriFsfP2S
— Joe Biden (@JoeBiden) August 12, 2020
পরিস্থিতি অনুকূল হলে আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচন হওয়ার কথা। ট্যুইটারে গতকাল কমলা হ্যারিসের নাম ঘোষণা করতে গিয়ে বিডেন লেখেন, আমি সম্মানের সঙ্গে জানাচ্ছি, আমি কমলা হ্যারিসকে আমার নির্বাচনী সঙ্গী হিসেবে বাছাই করেছি। তিনি একজন অকুতোভয় লড়াকু মহিলা, দেশের অন্যতম সেরা জন প্রতিনিধি। বিডেনের বিশ্বাস, দেশকে সঠিক রাস্তায় ফেরাতে হ্যারিস তাঁর যোগ্যতম সঙ্গী হয়ে উঠবেন।
.@JoeBiden can unify the American people because he's spent his life fighting for us. And as president, he'll build an America that lives up to our ideals. I'm honored to join him as our party's nominee for Vice President, and do what it takes to make him our Commander-in-Chief.
— Kamala Harris (@KamalaHarris) August 11, 2020
Trump thinks this country belongs to him. But @JoeBiden knows it belongs to all of us. To the people. We can't do this without you—can you chip in today?https://t.co/xeixljBgE2
— Kamala Harris (@KamalaHarris) August 12, 2020
I’ve known Senator @KamalaHarris for a long time. She is more than prepared for the job. She’s spent her career defending our Constitution and fighting for folks who need a fair shake. This is a good day for our country. Now let’s go win this thing. pic.twitter.com/duJhFhWp6g
— Barack Obama (@BarackObama) August 11, 2020
বিশেষজ্ঞ মহলের মতে, ভারতীয়-মার্কিন ও আফ্রো-মার্কিন সম্প্রদায়ের মন জিততেই বিডেন হ্যারিসকে নির্বাচিত করেছেন। এই সিদ্ধান্ত মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের কাছে ঐতিহাসিক।
এদিকে, বিডেনের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তাঁর প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আমি কিছুটা অবাক হয়েছি যে বিডেন ওকে (কমলা) বাছল। প্রাইমারিতে ওর ফল খুব খারাপ ছিল। বিডেনকে অপমান ও কুকথা বলেছিল। তাঁকেই বাছল বিডেন!
— Donald J. Trump (@realDonaldTrump) August 11, 2020