Independence Day Live: লালকেল্লার মঞ্চ থেকে দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রীর
Independence Day 2022 Celebration Live Updates: ১৯৪৭-২০২২। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ৭৬ তম ১৫ অগাস্ট। স্বাধীনতা সংগ্রামীদের রক্ত বিফলে না যাওয়ার ১৫ অগাস্ট। দেশের মাটির অধিকার ফিরে পাওয়ার সেই দিন।

Background
১৯৪৭ থেকে ২০২২। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি (Independence Day of India)। ৭৬ তম ১৫ অগাস্ট। স্বাধীনতা সংগ্রামীদের রক্ত বিফলে না যাওয়ার ১৫ অগাস্ট। দেশের মাটির অধিকার ফিরে পাওয়ার সেই দিন। হাজার অপমান, অত্যাচারের পর স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী সংগ্রামে মর্যাদা ছিনিয়ে আনার সেই লড়াইয়ের পর পেরিয়ে আসা ৭৫ বছর। কুতুব মিনার থেকে রাষ্ট্রপতি ভবন। সংসদ ভবন থেকে নর্থ ব্লক, আলোয় ভাসছে রাজধানী দিল্লি। আলোর মালায় সেজেছে কলকাতাও। দেশজুড়ে পালিত হচ্ছে, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ (Azadi Ka Amrit Mahotsav)।
২ বছর পর ফের রেড রোডে (Red Road) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাধারণের প্রবেশে অনুমতি। নিরাপত্তার কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। কাল রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১২০০ পুলিশ কর্মী। স্বাধীনতা দিবসে নাশকতার চেষ্টা রুখতেও তত্পর কলকাতা পুলিশ। ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম-সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গা, শপিং মল, মেট্রো স্টেশনগুলিতে থাকছে বাড়তি নজরজারি। এছাড়াও, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভিনরাজ্য থেকে আসা গাড়ি এবং রাস্তাগুলিতে চলছে নাকা তল্লাশি।
স্বাধীনতার ৭৫ বছর পার। এখনও স্বাধীনতা সংগ্রামী স্বামীর নিরলস সংগ্রামের ছবি চোখের সামনে ভাসে হরিশ্চন্দ্রপুরের দুই গৃহবধূর। ভারত ছাড়ো আন্দোলনে নেমে প্রায় আড়াই বছর হাজতবাস করেছিলেন বিষ্ণুব্রত ভট্টাচার্য ও সুন্দর ভট্টাচার্য। আজ তাঁদের স্ত্রীর প্রশ্ন, প্রকৃত স্বপ্নপূরণ হল কোথায়?
স্বাধীনতার ৭৫ বছরে দেশজুড়ে উৎসব। কিন্তু মন ভাল নেই মেদিনীপুরের প্রবীণ স্বাধীনতা সংগ্রামীদের। স্মৃতিচারণার ফাঁকেই উঠে এল দুর্নীতি আর সামাজিক অবক্ষয়ের কথা। যা নিয়ে শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য তরজা।
Independence Day Live: রেকর্ড সাফল্যের দাবি সংস্কৃতি মন্ত্রকের
৫ কোটিরও বেশি সেলফি উঠেছে 'হর ঘর তেরঙ্গা' ওয়েবসাইটে, জানাল সংস্কৃতি মন্ত্রক।
Independence Day 2022: আকাশছোঁয়া জাতীয় পতাকার চাহিদা
স্বাধীনতার ৭৫ বছর! অন্যান্য বারের থেকে এবার উদযাপনের মেজাজ তাই অনেক ক্ষেত্রেই আলাদা। যেমন--জাতীয় পতাকার চাহিদা।পরিসংখ্যান বলছে, এবার জাতীয় পতাকার চাহিদা যে পরিমাণ বেড়েছে তা গত বেশ কয়েক বছরে দেখতে পাওয়া যায়নি।






















