PM Modi On Independence Day 2025: 'পরমাণু হামলার হুমকি এবার আর সহ্য করবে না ভারত..', স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মুখে 'অপারেশন সিঁদুর'
PM Modi attacks on Nuclear Threat : স্বাধীনতা দিবসে, লালকেল্লায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুর নিয়ে প্রশংসায় পঞ্চমুখ, সন্ত্রাসবাদ নিয়ে কড়াবার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: আজ ৭৯ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ৭৮ বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। লালকেল্লায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুর নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, শত্রুদের কল্পনাতীত সাজা দিয়েছে ভারতীয় সেনা। ধর্ম জেনে বেছে বেছে স্ত্রী, সন্তানের সামনে খুন করেছিল জঙ্গিরা। ডেরায় ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনারা।
মোদি বলেন, আমাদের দেশ দীর্ঘ বহু বছর ধরে সন্ত্রাসকে সহ্য করে এসেছে। ..তবে এখন সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের লালন-পালনকারীদের, আমরা এবার আলাদা আলাদা মোটেই ভাবব না। ওরা মানবতার বিরুদ্ধে শত্রু। তাঁদের মধ্যে কোনও ফারাক নেই। ভারত এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই পরমাণু হামলার হুমকি এবার আর আমরা মেনে নেব না। অনেকদিন ধরে এই ব্ল্যাকমেল চলছে। এবার আর মেনে নেওয়া হবে না। যদি এরপরেও শত্রুরা অপরাধ জারি রাখে, তাহলে এবার আমাদের সেনারাই ঠিক করবে। ..সন্ত্রাস চালালে কড়া জবাব দেওয়া হবে।'
মূলত ,সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে, ভারতকে পারমাণবিক হামলার হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান ! The Print এর প্রতিবেদন অনুযায়ী, মূলত এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধানে আসিম মুনির। এই নিয়ে দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়েছেন তিনি। ফ্লোরিডায় একটি ডিনারে উপস্থিত হয়ে, ভারতকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরাও পারমানবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি, আমরা ধ্বংস হয়ে যেতে চলেছি, তাহলে আমরাও অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব।'
গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় পাকিস্তানকে দায়ী করেছিল ভারত। এবং সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করে দিয়েছিল ভারত। সিন্ধু জলবন্টন চুক্তি মেনে না চললে পাকিস্তানের তীব্র জল সঙ্কট তৈরি হতে পারে। বাস্তবে সেই জল সঙ্কট দেখাও দিয়েছে। আসিম মুনির হুমকি দিয়ে বলেছেন, 'ভারত বাঁধ তৈরি করুক। বাঁধ তৈরি হলেই, আমরা ১০ টা মিসাইল ছুঁড়ে ওই বাঁধ গুঁড়িয়ে দেব।' 'সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়...আর আমাদের দেশের ক্ষেপণাস্ত্রেরও অভাব নেই', সিন্ধু জলচুক্তির তীব্র সমালোচনা করে ভারতীয় বাঁধ গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















