Pak Spy in India: ব্লগার, সিকিউরিটি গার্ড, ব্যবসায়ী, পড়ুয়া- পাকিস্তানের হয়ে ভারতে বসে 'স্পাই'য়ের কাজ করছিল এরা!
Pahalgam Attack: এদের মধ্যে পেশাগত ভাবে এক এক জন এক এক কাজ করে। ধৃতদের মধ্যে কেউ পরিচিত ইউটিউবার, কেউ আবার বেসরকারি নিরাপত্তারক্ষী, কেউ আবার পড়ুয়া, কেউ আবার ব্যবসায়ী।

নয়া দিল্লি: ভারতে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির কাজ শুধু জ্যোতি মালহোত্র একা নন। গত ১১ দিনে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করা এবং তার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে পেশাগত ভাবে এক এক জন এক এক কাজ করে। ধৃতদের মধ্যে কেউ পরিচিত ইউটিউবার, কেউ আবার বেসরকারি নিরাপত্তারক্ষী, কেউ আবার পড়ুয়া, কেউ আবার ব্যবসায়ী।
যেমন, হরিয়ানার পানিপথ থেকে ১৭ মে, ২৪ বছরের নউমান ইলাহিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, বেসরকারি নিরাপত্তারক্ষীর কাজ করা নউমানের যোগাযোগ ছিল পাকিস্তানের ISI-এর হ্যান্ডলার ইকবাল কানার সঙ্গে। ইতিমধ্যে একাধিকবার পাকিস্তানে গিয়েছিল সে। এমনকী পহেলগাঁও হামলার পরেও ISI-এর হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল সে। ও
অন্যদিকে, উত্তরপ্রদেশের মোরাদাবাদের রামপুর থেকে শাহজাদ নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের ATS। স্থানীয় সূত্রে খবর, শাহজাদের আত্মীয়স্বজন পাকিস্তানে থাকেন। শাহজাদ নিজেও ব্যবসার প্রয়োজনে একাধিকবার পাকিস্তানে গেছিল। এই অবস্থায় তার বিরুদ্ধে ISI-এর হয়ে চরবৃত্তির অভিযোগ উঠেছে।
হরিয়াণার নুহ্ থেকে দু'দিনে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গ্রেফতার করা হয়েছিল আরমান নামে ২৬ বছরের এক ছাত্রকে। তার বিরুদ্ধে ভারতীয় সেনা সংক্রান্ত বিভিন্ন তথ্য পাচারের অভিযোগ উঠেছে। রবিবার একই এলাকা থেকে মহম্মদ তারিফকে গ্রেফতার করেছে হরিয়াণা পুলিশ। তার বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে ভারতীয় সেনা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠেছে।
অন্যদিকে, ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রর বনধু ও পুরীর বাসিন্দা প্রিয়ঙ্কা সেনাপতিকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মাস খানেক আগেই পাকিস্তানে গিয়েছিলেন প্রিয়ঙ্কাও। সূত্রের খবর, ৭-৮ মাস আগে পুরীতে এসেছিলেন জ্যোতি। পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতিকে পুরীতে আসতে সাহায্য করেছিলেন প্রিয়ঙ্কা, জানিয়েছেন পুরীর পুলিশ সুপার। প্রিয়ঙ্কার বাবা রাজকিশোর সেনাপতি জানিয়েছেন, ৪ সপ্তাহ আগে পাকিস্তানের কর্তারপুরে যান তাঁর মেয়ে। প্রিয়ঙ্কার পরিবারের দাবি, জ্যোতি যে পাক গুপ্তচর, তা তাঁরা জানতেন না। তদন্তে সবরকম সাহায্যে তাঁরা প্রস্তুত, সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন পুরীর ইউটিউবার প্রিয়ঙ্কা সেনাপতি।






















