India-Bangladesh Border: সীমান্ত সংঘাত আরও চরমে, BSF-এর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ ঢাকার, হাইকমিশনারকে তলবের ইঙ্গিত
India-Bangladesh Border Fencing: বাংলাদেশে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জহাঙ্গির আলম চৌধুরী এই দাবি করেছেন।

ঢাকা: কূটনৈতিক টানাপোড়েন সীমান্ত সংঘাতের রূপ নিয়েছে। নদিয়া, মালদা, কোচবিহারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (BSF) সঙ্গে সংঘাতে জড়িয়েছে বাংলাদেশের সীমান্ত প্রহরা বাহিনী (BGB)। BSF-কে সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে তারা বাধা দিয়েছে। এমনকি দু'পারের বাসিন্দারাও সেই সংঘাতে জড়িয়ে পড়েন বলে খবর সামনে আসে। সেই আবহেই সীমান্ত সংঘাত আরও উস্কে দিল বাংলাদেশে। তাদের দাবি, সীমান্তে বৈআইনি নির্মাণ চালাচ্ছিল BSF, তা ঠেকানো হয়েছে। (India-Bangladesh Border)
বাংলাদেশে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জহাঙ্গির আলম চৌধুরী এই দাবি করেছেন। রবিবার ঢাকায় সাংবাদিক বৈঠক জহাঙ্গির। সেখানে তিনি বলেন, "আগের সরকারের আমলে ৯২টি জায়গায় বেআইনি ভাবে কাঁটাতার বসাতে উদ্যোগী হয় ভারত। এর মধ্যে সীমান্তের পাঁচটি কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে তারা, যা আমরা বন্ধ করে দিয়েছি।" স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকের পরই এই মন্তব্য করেন জহাঙ্গির। (India-Bangladesh Border Fencing)
জহাঙ্গিরের দাবি, চাঁপাইনবাবগঞ্জে একটি জায়গায় কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করা হয়। সেখানে তিন বিঘা করিডর রয়েছে। নওগাঁর পত্নীতলায় একটি এবং লালমনিরহাটের মতো কিছু জায়গায় কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে। সেই নিয়ে সমস্যা দেয়। BGB এ ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ায় কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারতের BSF. শেখ হাসিনার আমলে এই মর্মে লিখিত কিছু অনুমোদন দেওয়া হয়েছিল, যা একেবারেই উচিত হয়নি বলে মত জহাঙ্গিরের।
সাংবাদিক বৈঠকে জহাঙ্গির আরও বলেন, "ভারত-বাংলাদেশ চুক্তি অনপযায়ী, সীমান্তরেখার ১৫০ গজের মধ্যে কেউ কোনও নির্মাণকার্য চালাতে পারবে না। দুই দেশের মধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে ৩২৭১ কিলোমিটার সীমান্তে ভারতের তরফে কাঁটাতারের বেড়ায় বসানো হয়েছে।" ২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত যা করেছে, তা একেবারে উচিত হয়নি। হাসিনা সরকার অন্যায় ভাবে ভারতকে ওই সুযোগ করে দেয় বলে অভিযোগ জহাঙ্গিরের।
এই ঘটনায় ঢাকায় মোতায়েন ভারতের হাই কমিশনার প্রণয়কুমার বর্মাকে তলব করা হবে বলেও জানান জহাঙ্গির। বেআইনি ভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন। জহাঙ্গির জানিয়েছেন, সীমান্ত নির্ধারণ নিয়ে এখনও পর্যন্ত ভারত ও বাংলাদেশ বাহিনীর মধ্যে চারটি সমঝোতা হয়েছে। সীমান্ত শূন্যরেখার ১৫০ গজের মধ্যে নির্মাণকার্য চালানো, সরঞ্জাম মজুতে যেমন নিষেধাজ্ঞা রয়েছে, তেমনই ১৫০ গজের মধ্যে কোনও উন্নয়নমূলক কাজ করতে গেলেো পারস্পরিক সম্মতি প্রয়োজন।
জহাঙ্গিরের দাবি, ১৯৭৪ সালের বেরুবাড়ি চুক্তি অনুযায়ী, সেখানকার করিডরে যাওয়ার প্যাসেজটি বাংলাদেশেরই থাকবে বলে ঠিক হয়েছিল। কিন্তু বাংলাদেশ জায়গা ছেড়ে দিলেও, ভারত সেই জায়গা দেয়নি। এর পর ২০১০ সালে যখন চুক্তি স্বাক্ষরিত হয়, সবসময় রাস্তা খোলা রাখা হবে বলে ঠিক হয়েছিল। ভারতের BSF সেখানে কাঁটাতারের বেড়া বসানোর কাজে হাত দেওয়াতেই ঝামেলা বেধেছে বলে জানিয়েছেন তিনি। ভারতের সঙ্গে অসম চুক্তিগুলি বাতিল করেত ফেব্রুয়ারি মাসে বৈঠকও রয়েছে বলে জানিয়েছেন জহাঙ্গির।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
