Arvind Kejriwal: জেলবন্দি কেজরিওয়ালের শরীর খারাপের জের, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভের সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের
INDIA Bloc News: জেলবন্দি অবস্থায় অরবিন্দ কেজরিওয়ালের শরীর খারাপ হলেও কেন্দ্রীয় সরকার তাঁকে প্রাণে মারার চক্রান্ত করে আটকে রেখেছে বলে অভিযোগ। এর প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের।
![Arvind Kejriwal: জেলবন্দি কেজরিওয়ালের শরীর খারাপের জের, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভের সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের INDIA bloc to stage mega protest against the BJP-led Central government at Jantar Mantar over Arvind Kejriwal health issue Arvind Kejriwal: জেলবন্দি কেজরিওয়ালের শরীর খারাপের জের, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভের সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/7196cde5b9af040a4a6ce6670115a8711721919212179990_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আবগারি দুর্নীতি (Delhi liquor scam) মামলায় জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Delhi CM Arvind Kejriwal) শরীর খারাপের জেরে বিজেপির (BJP) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড়সড় বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট (INDIA bloc)। আগামী ৩০ জুলাই দিল্লির যন্তরমন্তরে এই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য ইন্ডিয়া জোটের তরফে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে বৃহস্পতিবার জানানো হল আম আদমি পার্টির তরফে।
INDIA bloc to stage a protest on 30th July at Jantar Mantar in Delhi, over the health of CM Arvind Kejriwal who is lodged in jail: Aam Aadmi Party (AAP)
— ANI (@ANI) July 25, 2024
ইন্ডিয়া জোটের নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকার আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে খেলা করছে। ইতিমধ্যেই আপের তরফে অভিযোগ করা হয়েছে যে জেলের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে খুনের চক্রান্ত চলছে। এই বিষয়ে মেডিক্যাল রিপোর্ট দেখিয়ে জুনের তিন তারিখ থেকে জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী সুগার লেভেল ২৬ বার পড়ে গেছে কেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মার্চের ২১ তারিখ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পরে তাঁকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। ২৬ জুন ফের আবগারি নীতি সংক্রান্ত একটি মামলায় ফের কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই।
তারপর থেকে তিহার জেলেই বন্দি আছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী সোমবার তার শুনানি রয়েছে। তার ঠিক পরের দিনই দিল্লির যন্তরমন্তরে কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)