India Coronavirus Update: দেশে ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, একদিনে আক্রান্ত ১০ হাজার ৪৮৮, বাড়ল মৃত্যুও
India Coronavirus Update: রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৮৮ জন। গতকাল অর্থাৎ শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৩০২।
![India Coronavirus Update: দেশে ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, একদিনে আক্রান্ত ১০ হাজার ৪৮৮, বাড়ল মৃত্যুও india corona update country records 10488 new cases in last 24 hours number of deaths increases India Coronavirus Update: দেশে ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, একদিনে আক্রান্ত ১০ হাজার ৪৮৮, বাড়ল মৃত্যুও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/b2fd00180a12d742410e82bb23a583d5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: চিন্তা বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ (India Corona Update)। গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দ্বারা প্রকাশিত রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৮৮ জন। গতকাল অর্থাৎ শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৩০২। গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু হয়েছে ৩১৩ জনের। গতকাল দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬৭।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৬৫ হাজার ৬৬২ জনের। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার ৪১৩। ভারতের ক্রমবর্ধমান করোনা টিকাকরণ ১১৬.৫০ কোটি (১১৬ কোটি ৫০ লক্ষ ৫৫ হাজার ২১০) ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৬৭.২৫ লক্ষেরও বেশি ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে।
অন্যদিকে গতকাল রাজ্যে (West Bengal) খানিকটা কমেছে করোনা সংক্রমিতের (Corona Effected) সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের (Department Of Health) প্রকাশিত বুলেটিন (Health Bulletin) অনুযায়ী শনিবার রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ৭২৫ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত (Corona Effected) হয়েছিলেন ৮৭৭ জন। এদিন সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্য়া বেড়ে হল ১৬ লক্ষ ৯ হাজার ১১৯ জন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)