Bangladesh News: ওপারে চাষ করতে গিয়েছিলেন ভারতীয় কৃষক, ফিরে না আসায় সন্দেহ হয় ; ভয়ঙ্কর অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে !
India-Bangladesh Relation: যে ভারতের সহযোগিতায় আজ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র... সেই কৃতজ্ঞতা ভুলে, সীমান্তে লাগাতার উস্কানি... সীমান্তে কাঁটাতারের ফেন্সিং দিতে বর্ডার গার্ড বাংলাদেশ বা BGB-র বাধা...।
চাপড়া (নদিয়া) : এবার ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ উঠল বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে। নদিয়ার চাপড়ার হৃদয়পুর দক্ষিণ পাড়ার ঘটনা। পরিবারের দাবি, BSF-এর কাছে নথি জমা রেখে গতকাল সকালে ওপারে চাষের জমিতে যান ওই কৃষক। ফিরে না আসায় সন্দেহ হয় পরিবারের। অভিযোগ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ওই কৃষককে তুলে নিয়ে যায়। চাপড়া থানায় অভিযোগ দায়ের করেছে কৃষকের পরিবার। BSF সূত্রে খবর, ওই কৃষকের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
ওই কৃষকের স্ত্রী বলেন, "প্রতিদিন চাষ করতে যায়। বিএসএফের কাছে ফটো জমা দিয়ে কালও গিয়েছিল। চাষ কাজ করার সময় ওখানকার বাহিনী এসে তুলে নিয়ে যায়। আমি তো জানি না। ওখানকার লোকেরা এসে বলে গেলেন যে, স্বামীকে তুলে নিয়ে গেছে। ১১টার সময় আমি খোঁজ পাই। চাষ করা অবস্থায় স্বামীকে তুলে নিয়ে গেছে।"
যে ভারতের সহযোগিতায় আজ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র... সেই কৃতজ্ঞতা ভুলে, সীমান্তে লাগাতার উস্কানি... বিভিন্ন জায়গায় সীমান্তে কাঁটাতারের ফেন্সিং দিতে বর্ডার গার্ড বাংলাদেশ বা BGB-র বাধা...। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্য়েই, রবিবার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল ইউনূস সরকার। সোমবার, পাল্টা, দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে কড়া বার্তা দিল বিদেশমন্ত্রক। দুপুর ২ টোয় সাউথ ব্লকে ডেকে পাঠানো হয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে।
সূত্রের খবর, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে জানানো হয়, কাঁটাতার ইস্য়ু সহ, সীমান্তে নিরাপত্তা বিষয়ক দুই দেশের মধ্য়ে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্য়ে যে চুক্তি রয়েছে, সেই প্রোটোকল মেনে চলছে ভারত সরকার। সীমান্তে অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, দুষ্কৃতীদের যাতায়াত ও পাচার রুখতে বদ্ধ পরিকর ভারত। সীমান্ত সুরক্ষিত করতেই কাঁটাতারের বেড়া, সীমান্তে আলো লাগানো, টেকনিকাল ডিভাইসের ব্য়বহার করা হচ্ছে। বর্ডারে সমস্তরকম অপরাধমূলক কাজের মোকাবিলায় বাংলাদেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে বলে এই দেশ আশাবাদী।
যে ইউনূস সরকার নিজের দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্য়াচার বন্ধ করতে পারে না, যে ইউনূস সরকার চোরাচালানকারীদের পাশে দাঁড়ায়... যে ইউনূস সরকার জঙ্গিদের প্রশ্রয় দেয় বলে অভিযোগ, বাংলাদেশের সেই ইউনূস সরকারই রবিবার ডেকে পাঠিয়েছিল ভারতীয় হাই কমিশনারকে!
বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে দাবি , সীমান্তে কাঁটাতার দেওয়ার ইস্য়ুতে রবিবারই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডাকা হয়।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা, জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, কোনও বিরূপ ঘটনা যাতে না ঘটে, সেই বার্তা দিতেই ভারতীয় হাই কমিশনারকে ডাকা হয়েছে।