India FDI Investment: আমেরিকার বাজারে ভারতীয় সংস্থার দাপট! বিপুল বিনিয়োগ কোন কোন দেশীয় সংস্থার?
India in US Market: ১৬৩টি ভারতীয় সংস্থা আমেরিকায় বিনিয়োগ করেছে ৪০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, দাবি করা হয়েছে রিপোর্টে।
নয়াদিল্লি: মার্কিন মুলুকের বাজার। সেখানে লগ্নি একাধিক ভারতীয় সংস্থার। একটা-দুটো নয়, ১৬৩টি ভারতীয় সংস্থা আমেরিকায় বিনিয়োগ করেছে ৪০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। যা আমেরিকায় প্রায় সওয়া চার লক্ষ নতুন চাকরি তৈরি করবে। এমন তথ্য়ই উঠে এসেছে একটি তথ্যে।
কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর একটি রিপোর্ট 'Indian Roots, American Soil'- নামক একটি সমীক্ষায় এমন তথ্য় উঠে এসেছে। বুধবার এই রিপোর্টটি প্রকাশ করেছেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধু, তাঁর সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেত্তি (Eric Garcetti)। সামনে এসেছে আরও একটি তথ্য। ভারতীয় সংস্থাগুলি আমেরিকায় কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি-খাতে ১৮৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে।
ওই রিপোর্ট প্রকাশের পর তরণজিৎ সিং সাঁধু বলেছেন, 'ভারতীয় সংস্থাগুলি আমেরিকার মাটিতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি করছে। তারা চাকরি তৈরি করছে। স্থানীয় বাসিন্দাদের সাহায্য করছে। পরিকাঠামোগত জ্ঞান বৃদ্ধি করাচ্ছে।' Select USA Summit-এর এই অনুষ্ঠানে হাজির ছিলেন আমেরিকার মাটিতে কাজ করা একাধিক ভারতীয় সংস্থার প্রতিনিধি।
Thank you Governors @RoyCooperNC, Arnold Palacios, @louleonguerrero @USAmbIndia Garcetti @EXIMChair Reta Lewis, @CommerceGov Arun Venkataraman, Secretaries, elected reps from various States, @SelectUSA, CII & business leaders from 🇮🇳🇺🇸for presence at Reception in India House. pic.twitter.com/HuxmLP9SHb
— Taranjit Singh Sandhu (@SandhuTaranjitS) May 4, 2023
CII-এর ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমেরিকার বিভিন্ন এলাকায় ভারতীয় সংস্থাগুলি ব্যবসা করছে। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ এবং চাকরি তৈরিতে সাহায্য করছে। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আরও বেশি বিনিয়োগ এবং চাকরি তৈরি করার লক্ষ্য রয়েছে। যা ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কে উন্নতি ঘটাবে।
কোন কোন জায়গায় চাকরি তৈরি:
টেক্সাস, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ওহায়ও, মন্টানা, ইলিনয়েস- এই কটি রাজ্যে বিপুল কাজের সুযোগ তৈরি করেছে ভারতীয় সংস্থাগুলি। এছাড়াও, ম্যাসাচুসেটস, কেনটাকি, মেরিল্যান্ড, ইন্ডিয়ানাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে ভারতীয় সংস্থাগুলি।
রিপোর্ট অনুযায়ী, এখন যে ভারতীয় সংস্থাগুলি আমেরিকায় ব্য়বসা করছে তাদের মধ্যে অন্তত ৮৫ শতাংশ সংস্থা আরও বিনিয়োগের পরিকল্পনা করেছে, অন্তত ৮৩ শতাংশ সংস্থা আরও নিয়োগের পরিকল্পনা করছে। Select USA-এর এই অনুষ্ঠানে ব্যবসায়িক জগতের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও একাধিক মার্কিন গভর্নর ও মার্কিন সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা