এক্সপ্লোর
করোনা-সঙ্কট সামলাতে উন্নত দুনিয়ার চেয়ে অনেক বেশি তৈরি ভারত, এবিপি অস্মিতা-কে সাক্ষাত্কারে দাবি গুজরাতের মুখ্যমন্ত্রীর
তবলিগ জামাতের অনুষ্ঠানকে গুরুতর অপরাধ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গুজরাতের যেসব মানুষ ওখানে উপস্থিত ছিলেন, তাঁদের সবার তালিকা বানিয়ে আটক করে কোয়ারেন্টাইন করা হবে।
গাঁধীনগর: করোনাভাইরাস সংক্রমণের ফলে উদ্ভূত সঙ্কট, পরিস্থিতি সামাল দিতে উন্নত দুনিয়ার তুলনায় ভারত অনেক বেশি তৈরি বলে দাবি করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। এবিপি অস্মিতা-কে দেওয়া সাক্ষাত্কারে গুজরাতে করোনা আক্রান্তদের জন্য ৬ হাজার শয্যা তৈরি করা হয়েছে, রাজ্যের মেডিকেল স্টাফরাও আগে থেকে প্রস্তুত ছিলেন বলে জানান তিনি। প্রতিটি জেলায় কম করে ১০০টি বেড ও আইসিইউ রেডি করা রাখা হয়েছে বলেও জানান তিনি। রুপানি যখন এমনটা জানাচ্ছেন, তখন তাঁর রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫।
দিল্লির নিজামুদ্দিনে তবলিগ জামাতের অনুষ্ঠানে প্রচুর ভক্ত সমাগমের দিকে দিল্লি সহ দেশের নানা এলাকায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জন্য় আঙুল তোলা হচ্ছে। তবলিগ জামাতের অনুষ্ঠানকে গুরুতর অপরাধ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গুজরাতের যেসব মানুষ ওখানে উপস্থিত ছিলেন, তাঁদের সবার তালিকা বানিয়ে আটক করে কোয়ারেন্টাইন করা হবে। মামলা রুজু করে কঠোর পদক্ষেপ করা হবে তাদের বিরুদ্ধে।
রাজ্য সরকারের নিখরচায় রেশন দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে রুপানি বলেন, কীভাবে বিনামূল্যে রেশন পাওয়া যাবে,তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তিনি রেশন দোকানের সামনে ভিড় না করার জন্য আবেদন করেন।
পাশাপাশি লকডাউন অক্ষরে অক্ষরে মেনে চলতেও গুজরাতবাসীকে আবেদন করেন রুপানি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement