India Pakistan Conflict: সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু চুক্তি স্থগিত থাকবে, পাকিস্তানকে স্পষ্ট করে দিল বিদেশ মন্ত্রক
Randhir Jaiswal On IWT On Pakistan: সিন্ধু জল চুক্তি আদৌ পাকিস্তানের কপালে আছে কি ? স্পষ্ট করে দিল বিদেশ মন্ত্রক, কী বললেন রণধীর জয়সওয়াল ?

নয়াদিল্লি: যুদ্ধবিরতির ঘোষণার পর ইতিমধ্যেই গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। যতই পরমাণু শক্তিধর দেশ হোক না কেন পাকিস্তান, মোদি স্পষ্ট জানিয়েছেন, কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত। ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলার পরেই গর্জে ওঠে ভারত। ১৯৬০ সালে দুই দেশের মধ্যে হওয়া সিন্ধু জলবন্টণ চুক্তি নিয়ে, পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে মোদি সরকার। বলার অপেক্ষা রাখে না এথেকে বঞ্চিত হলে পাকিস্তানের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে !
প্রশ্নটা থেকেই যায় সিন্ধু জল চুক্তি আদৌ পাকিস্তানের কপালে আছে কি ?
ট্রাম্পের সংঘর্ষ বিরতি ঘোষণার পর মূলত ভারত ও পাকিস্তান দুই দেশই সমাঝোতায় রাজি হয়। কিন্তু সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের হামলা চালায় পাকিস্তান। এবার এখানে একটা কথা উঠে আসছে, অনেক আগেই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন ফের জঙ্গি হানা হলে যোগ্য জবাব দেওয়া হবে। কড়া হাতে সন্ত্রাস দমন করা হবে। তাই প্রশ্নটা থেকেই যায় সিন্ধু জল চুক্তি আদৌ পাকিস্তানের কপালে আছে কি ?এদিন সাংবাদিক সম্মেলনে এসে খোলসা করলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
একসঙ্গে অনেক জল ছাড়লে পাকিস্তানের বিভিন্ন অংশ বন্য়ায় ভেসে যাবে
এদিকে ফের পাকিস্তানের ওপর ওয়াটার স্ট্রাইক করল ভারত। জল আটকে পাকিস্তানকে শিক্ষা দিল নয়াদিল্লি। রামবানে চন্দ্রভাগা নদীর ওপর যে বাগলিহার বাঁধ রয়েছে, মঙ্গলবার তার সবক'টি গেট বন্ধ করে দেওয়া হয়। এই বাগলিহার বাঁধ থেকে চন্দ্রভাগার জল ছাড়া হলে, তা আখনুর হয়ে পাকিস্তানে ঢোকে। এই বাঁধ কৌশলগত কারণে অত্য়ন্ত গুরুত্বূপূর্ণ। কারণ, এখানে চন্দ্রভাগার জল আটকে দিলে পাকিস্তানে জলসঙ্কট তৈরি হবে।আবার একসঙ্গে অনেক জল ছাড়লে পাকিস্তানের বিভিন্ন অংশ বন্য়ায় ভেসে যাবে।
'সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু চুক্তি স্থগিত থাকবে..'
রণধীর জয়সওয়াল এদিন স্পষ্ট জানিয়েছেন, মূলত একটা বন্ধুতপূর্ণ পরিবেশের মধ্যেই IWT চুক্তিকে মান্যতা দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানে সন্ত্রাস শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। বছরের পর বছর ধরে পাকিস্তান সন্ত্রাসবাদ চালিয়ে এসেছে ভারতে। তা এখনও চলছে। তাই সন্ত্রাসবাদ যদি বন্ধ না হয়, তাহলে সিন্ধুর জলচুক্তি স্থগিত থাকবে।' মূলত, এর আগেও একবার এই বাঁধে জল আটকে ওয়াটার স্ট্রাইকের ট্রেলার দেখিয়েছিল ভারত। মঙ্গলবার ফের একই কৌশল নিয়ে পাকিস্তানকে শিক্ষা দিল ভারত।






















