India Pakistan Conflict:পাকিস্তানকে 'সমর্থন', তুরস্কের আপেলকে বয়কটের সিদ্ধান্ত পুনের ব্যবসায়ীদের, 'ভয়াবহ ভূমিকম্পের সময় পাশে ছিল ভারত, সব ভুলে গেল..' !
Pune Traders Boycott Turkish Apples: তিন মাসে দেয় প্রায় ১২০০-১৫০০ কোটির ব্যবসা, তবুও তুরস্কের আপেলকে বয়কটের সিদ্ধান্ত পুনের ব্যবসায়ীদের , কিন্তু কেন ?

নয়াদিল্লি: তুরস্কের আপেলকে বয়কটের সিদ্ধান্ত ভারতীয় ব্যবসায়ীদের ! পাকিস্তানের (Pakistan) পক্ষপাতিত্ব করলেই ভারতীয়দের কাছে চক্ষুশূল হতে হচ্ছে। মূলত, সংঘর্ষ বিরতি (India Pakistan Ceasefire) যতই ঘোষণা হোক না কেন, ইতিমধ্যেই একাধিক ইস্যু তৈরি হয়েছে। তা যে বড়সড় প্রভাব ইতিমধ্যেই ফেলে দিয়েছে, বলার অপেক্ষা রাখে না। এহেন পরিস্থিতির মাঝেই পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তুরস্ক। আর এরপরেই তুরস্কের আপেলকে (Turkey's Apple) বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এবার পুনের ব্যবসায়ীরা (Apple Traders In Pune)।
তিন মাসে দেয় প্রায় ১২০০-১৫০০ কোটির ব্যবসা, তবুও তুরস্কের আপেলকে বয়কটের সিদ্ধান্ত পুনের ব্যবসায়ীদের , কিন্তু কেন ?
পুনের APMC মার্কেটের সুয়োগ জিন্দে বলেছেন, 'সিদ্ধান্ত নিয়েছি যে, তুরস্ক থেকে আমরা আপেল কেনা এবার বন্ধ করে দেব। কারণ পাকিস্তান সমর্থন জানিয়েছে তুরস্ক। তাই এবার এবার হিমাচল এবং অন্যান্য জায়গা থেকে আপেল কেনাটাকেই গুরুত্ব দেব। ভারত ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, সন্ত্রাসের বিরুদ্ধে কড়া জবাব দেবে। কিন্তু পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করছে সেই তুরস্কই ! তবে শুধু পুনের ব্যবসায়ীরাই যে এই সিদ্ধান্ত নিয়েছেন, তা নয়, ক্রেতারাও তুরস্কের আপেল কিনতে চাইছে না। তাই সবদিক থেকে ভেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে, তুরস্ক থেকে আর আপেল কিনব না। মূলত তুরস্কের আপেল ভারতে তিন মাসের জন্যই বিক্রি হয়। যা প্রায় ১২০০ থেকে ১৫০০ কোটি টাকার ব্যবসা দেয়।'
#WATCH | Pune, Maharashtra: Following Turkey's support for Pakistan amid recent tensions with India, Apple traders in Pune say they have decided to boycott Turkish apples
— ANI (@ANI) May 13, 2025
Suyog Zende, an apple trader at Pune's APMC market, says, "We have decided to stop buying apples from… pic.twitter.com/tldXdCF4p7
'তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের সময় প্রথম সাহায্যের হাত এগিয়ে দিয়েছিল ভারতই, আর তারপর কিনা পাকিস্তানকে সমর্থন..'
এরপরেই ওই ব্যবসায়ী একটি উদাহরণ টানেন। যে পুরনো কথা সব ভূলে গেছে তুরস্ক ! খোলসা করেন, যে কেন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, বহুরুপীর দেশের পণ্যকে। ভারত-পাক উত্তেজনার মাঝে পাল্টি খেয়েছে। পুনের ওই ব্যবসায়ী কথায়, অতীতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তুরস্কে। ভারতই ছিল প্রথম দেশ, যে কিনা তুরস্ককে সাহায্য হাত এগিয়ে দিয়েছিল। এদিকে সেই তুরস্কই কিনা আজ পাকিস্তানকে সমর্থন করছে !' অকাট্য যুক্তি সুয়োগ জিন্দের।
বাংলাদেশের ছায়া
সম্প্রতি বাংলাদেশে অশান্তির পরিস্থিতি তৈরি হবার পর, যখন হিন্দুদের উপর অত্যাচারের খবর আসতে থাকে, সেসময়ও বাংলাদেশি পণ্য বয়কট করা শুরু করে এপারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রতিবাদ চলে খাস কলকাতাতেই। এবার যেনও সেই ছায়াই ফিরল পুনেতেও।






















