India-Pakistan Conflict: ভারতের কড়া বার্তা, 'এখনও পর্যন্ত...', সংঘর্ষবিরতি লঙ্ঘনের কথা অস্বীকার পাকিস্তানের !
India-Pakistan Ceasefire: সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। গতকাল বিকেল ৫টা থেকে কার্যকর হয় সংঘর্ষ বিরতি। যদি এর কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে লাগাতার হামলা চালায় পাক-বাহিনী।

নয়াদিল্লি : নির্লজ্জ পাকিস্তান। সংঘর্ষবিরতি ঘোষণা করার পরেও, তা লঙ্ঘন করেছে। বিভিন্ন জায়গায় গুলি ছুঁড়েছে। ড্রোন পাঠিয়েছে। গুলি-মর্টারও ছুঁড়েছে। তারপর আবার তা অস্বীকারও করছে। সংঘর্ষবিরতি তারা লঙ্ঘন করেনি বলে দাবি করলেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। Geo নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার উদ্ধৃত করেছে দ্য ডন। সেই অনুযায়ী তারার বলেছেন, "পাকিস্তান কোনও যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং এ বিষয়ে ভাবা হয়নি। এটি উদযাপনের একটি মুহূর্ত এবং মানুষ আনন্দ করছে, কারণ এটি আমাদের জন্য একটি বিজয়। এই ধরনের ভিত্তিহীন অভিযোগের পরিবর্তে বিচক্ষণতা বজায় রাখা উচিত। এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে কোনও লঙ্ঘন হয়নি।"
সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। গতকাল বিকেল ৫টা থেকে কার্যকর হয় সংঘর্ষ বিরতি। যদিও এর কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে লাগাতার হামলা চালায় পাক-বাহিনী। উধমপুরে হামলা চালানো হয়! আখনুর সেক্টরে গুলি, নাগরোটা সেনা ক্যাম্পে সন্দেহভাজন জঙ্গির গুলি, নাগরোটা সেনা ক্যাম্পে গুলির মতো ঘটনা ঘটে ! ভারতের সীমান্তবর্তী ৯টি শহরে দেখা যায় পাক ড্রোন! গতকাল রাত ৮.১৫ থেকে জম্মুতে ফের হামলা চালায় পাকিস্তান। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুর ১১টি জায়গায় গুলি-মর্টার ছুড়তে শুরু করে। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সেনার তরফ থেকে গুলি চালান হয়। এরপরই কড়া বার্তা দিয়ে ভারত বলে, এটা পরিষ্কার সমঝোতা ভঙ্গ, ব্যবস্থা নিক ইসলামাবাদ। যে কোনও পরিস্থিতিতে জবাব দেওয়ার জন্য তৈরি আছে সেনা। এই মর্মে হুঁশিয়ারি দেয় বিদেশমন্ত্রক। এরপরই নড়েচড়ে বসে পাকিস্তান। এদিন সাতসকালে উপত্যকার বিভিন্ন জায়গায় স্বাভাবিকতার চিত্র সামনে আসছে। যে জায়গাগুলিতে গত কয়েকদিন ধরে পাকিস্তানের ড্রোন, মিসাইল, শেল দেখা গেছে, এদিন সকালে সেইসব এলাকার ভিন্ন ছবি ধরা পড়েছে এখনও পর্যন্ত। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, রাতভর ড্রোন, গোলাগুলি বা শেল নিক্ষেপ আর হয়নি জম্মু শহর, আখনুর, রাজৌরি ও পাঞ্জাবের ফিরোজপুরে।
পহেলগাঁও-উত্তর পর্বে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন থেকে শুরু করে ভারতের আকাশসীমায় ঢুকে ড্রোন দিয়ে বিস্ফোরণ ঘটনোর চেষ্টা করে পাকিস্তান ! অত্যন্ত দক্ষতার সঙ্গে সেসব সামলে, পাল্টা পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করতে শুরু করেছিল ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক এয়ারবেস ! একের পর এক জবাব দিচ্ছিল ভারতীয় নিরাপত্তাবাহিনী। পরিস্থিতি তাদের পক্ষে যে সুবিধার হবে না সেকথা বিলক্ষণ আঁচ করে পাকিস্তান। এই অবস্থায় সংঘর্ষ বিরতি ঘোষণা হয় ভারত ও পাকিস্তানের মধ্যে।
বিস্তারিত আসছে...






















