Most Powerful Passports: ক্ষমতার ভরকেন্দ্রে কি রদবদল? আমেরিকা, ব্রিটেনকে ছাপিয়ে গেল এশিয়ার দুই দেশ, পাসপোর্ট সূচকে আরও নামল ভারত
World's Powerful Passport Rankings: International Air Transport Association থেকে প্রাপ্ত তথ্যের নিরিখে শক্তিশালী পাসপোর্টের তালিকা তৈরি করা হয়।
নয়াদিল্লি: বিশ্ব পাসপোর্ট সূচকে আরও পতন ভারতের। ৮০ থেকে এবার ৮৫তম স্থানে নেমে গেল ভারত। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত পিছিয়েই রইল। কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী, তা ঠিক হয় ওই পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া যত সংখ্যক দেশে যাওয়া যায়, তার নিরিখে। ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে নয়া তালিকা প্রকাশ করেছে Henley Passport Index 2025. (Most Powerful Passports)
International Air Transport Association থেকে প্রাপ্ত তথ্যের নিরিখে শক্তিশালী পাসপোর্টের তালিকা তৈরি করা হয়। এবারের সেই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে এশিয়ার সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া পৃথিবীর ২২৭টি দেশে যাত্রা করা যায়। দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার আর এক দেশ, জাপান। তাদের পাসপোর্ট নিয়ে ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করা যায়। (World's Powerful Passport Rankings)
২০২৪ সালে শক্তিশালী পাসপোর্টের তালিকায় একেবারে শীর্ষে ছিল ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন। তারা এবার তৃতীয় স্থানে নেমে এসেছে। ফিনল্যান্ড এবং কোরিয়াও তৃতীয় স্থানে রয়েছে। তাদের পাসপোর্ট নিয়ে ১৯২টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করা যায়।
চতুর্থ স্থানেও জোর টক্কর চোখে পড়েছে। সেখানে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লাক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন রয়েছে চতুর্থ স্থানে। তাদের পাসপোর্ট নিয়ে ১৯১টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করা যায়। পঞ্চম স্থানে রয়েছে বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং নিউজিল্যান্ড। তাদের পাসপোর্ট নিয়ে ১৯০টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। একসময় শীর্ষস্থান দখল করে রাখলেও, অনেকটাই নেমে গিয়েছে ব্রিটেন।
ভারত তালিকায় ৮৫তম স্থানে রয়েছে। ভারতের পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া ৫৭টি দেশে যাওয়া যায়। ভারতের সঙ্গে ৮৫তম স্থানে রয়েছে ইকুয়েটরিয়াল গিনি এবং নাইজের। তালিকায় সবচেয়ে উন্নতি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির। তালিকায় ৩২তম স্থান থেকে একেবারে দশম স্থানে পৌঁছে গিয়েছে তারা। তাদের পাসপোর্ট নিয়ে ১৮৫ দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। আমেরিকা নেমে গিয়েছে নবম স্থানে। একসময় দ্বিতীয় স্থানে ছিল তারা।
পাকিস্তান এবং ইয়েমেন ১০৩তম স্থানে রয়েছে। তাদের পাসপোর্ট নিয়ে ৩৩টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। ইরাক রয়েছে তার পরই, ৩১ দেশে ভিসা ছাড়া প্রবেশ। তালিকায় যথাক্রমে রয়েছে সিরিয়া এবং আফগানিস্তান। তাদের পাসপোর্ট নিয়ে যথাক্রমে ২৭ এবং ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করা যায়।