India Corona Update: প্রায় ২ বছর পর দেশে করোনায় দৈনিক সংক্রমণ নামল ১ হাজারের নিচে
অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮১।
নয়াদিল্লি: প্রায় ২ বছর পর দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজারের নিচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়ে দেশে ৯১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৬। অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮১।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৬ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১২ হাজার ৫৯৭। ৭১৪ দিন পর ১৩ হাজারের নিচে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা। দৈনিক পজিটিভিটি রেট ০.২৯ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৩৫৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ২৯ হাজার ৪৪।
দীর্ঘ প্রায় দু'বছর করোনার করাল গ্রাসে বিপর্যস্ত মানব জীবন। বর্তমানে পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রনে আসায় সমস্ত বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে। করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের।বাড়ানো হয়েছে টিকাকরণের সংখ্যা। জোর কদমে চলছে বুস্টার ডোজের প্রক্রিয়া। বিগত ১১ দিনে করোনায় মৃত্যু সংখ্যা শূন্য ছিল বাংলায়। কিন্তু রবিবার ফের নতুন করে সংক্রমিত হয়েছে ৩৬ জন মৃত্যু হয়েছে ২ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর খবর মেলায় উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের মনে। দেশে কোভিড-গ্রাফের ওঠানামা চলছেই। ফের কমল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৬০।
আরও পড়ুন: Share Market Today: চলতি সপ্তাহে ১৮,০০০-এ যাবে সূচক ? নামলে সাপোর্ট নেবে এই পয়েন্টে