Bhargavastra Micro-Missile System : হামলার লক্ষ্যে ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে এলেও নেই চিন্তা, ভারতীয় সেনার প্রথম ভার্গবাস্ত্রের সফল পরীক্ষা; তৈরি দেশীয় পদ্ধতিতে
Micro-Missile System : কাউন্টার-ড্রোন সিস্টেম, 'ভার্গবস্ত্র', ৬ কিলোমিটারের বেশি রেঞ্জে আকাশপথে থাকা ছোট যান শনাক্ত করতে পারবে এবং যুদ্ধাস্ত্র ব্যবহার করে তা নিরস্ত্র করার ক্ষমতা রাখে।
নয়া দিল্লি : সাম্প্রতিক সময়ে রাশিয়ায় ড্রোন হামলার ঘটনা দেখা গেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহেই রাশিয়ায় বহুতলে ড্রোন হামলা চলে। যা নিরাপত্তার পক্ষে অত্যন্ত চিন্তার। কী করে ঠেকানো সম্ভব এ ধরনের হামলার ? এই আবহে এবার প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি মাইক্রো-মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা করল ভারত। ভার্গবাস্ত্র নামক এই ছোট-ক্ষেপণাস্ত্র সিস্টেম দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ক্ষমতা বাড়াল। চলতি সপ্তাহেই গোপালপুর সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জ থেকে সফলভাবে এর পরীক্ষা চালানো হয়। নতুন এই সিস্টেমটি ভারতীয় সেনার জন্য তৈরি করা হয়েছে। আড়াই কিলোমিটারের বেশি ব্যবধানে ভার্চুয়াল টার্গেট পূরণে সাফল্য মেলে। যা বিশাল আকার ড্রোন হামলার মোকাবিলার আর্থিক-সমাধান হিসাবে ধরা হচ্ছে। সেনা আধিকারিকদের উপস্থিতিতে এই পরীক্ষা চলে। সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্তির জন্য চলতি বছরেই ট্রায়ালে পাঠানো হবে এই সিস্টেমকে।
#WATCH | Solar Group successfully test fires guided micro-missiles as part of the ‘Bhargavastra’ counter-drone system. The counter-drone system based on Micro Missile has been developed to tackle the growing threats from loitering munitions and weaponized drones: Solar Group… pic.twitter.com/lhbC77aKiq
— ANI (@ANI) January 15, 2025
কী এই ভার্গবাস্ত্র ?
কাউন্টার-ড্রোন সিস্টেম, 'ভার্গবস্ত্র', ৬ কিলোমিটারের বেশি রেঞ্জে আকাশপথে থাকা ছোট যান শনাক্ত করতে পারবে এবং যুদ্ধাস্ত্র ব্যবহার করে তা নিরস্ত্র করার ক্ষমতা রাখে।
ভার্গবস্ত্র সিস্টেমে ৬৪টিরও বেশি ছোট ক্ষেপণাস্ত্রের একযোগে উৎক্ষেপণের ক্ষমতা রয়েছে।
ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড এই মোবাইল প্ল্যাটফর্ম-নির্ভর সিস্টেম ডেভেলপ করছে, যে সব জায়গা নিয়ে চিন্তা আছে সেখানে দ্রুত মোতায়েন নিশ্চিত করা হবে।
এর নকশা এমন করা হয়েছে যার অপারেশন সম্ভব উচ্চতাসম্পন্ন অঞ্চল-সহ বিভিন্ন ভূখণ্ডে। নির্দিষ্ট সামরিক প্রয়োজনীয়তা পূরণ করবে।
আর্মি এয়ার ডিফেন্সের জন্য প্রথম এই মাইক্রো মিসাইল-নির্ভর কাউন্টার-ড্রোন সিস্টেম তৈরি করা হয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষমতার ব্যবধান পূরণ করছে। বিশ্বব্যাপী বিদ্যমান কয়েকটি তুলনামূলক ব্যবস্থা সহ বায়ুসেনাও এনিয়ে উল্লেখযোগ্য আগ্রহ প্রকাশ করেছে।
সাশ্রয়ী মূল্যের ড্রোন ব্যাপক সংখ্যায় পাওয়া যায়। ঐতিহ্যগতভাবে ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল সশস্ত্র বাহিনীর কাছে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ উপস্থাপন করে। এই পরিস্থিতিতে ড্রোন হামলা ঠেকাতে স্বল্প মূল্যের সিস্টেমের প্রয়োজন আছে। এটা ভবিষ্যতে হুমকির মোকাবিলায় উন্নত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সংরক্ষণ করার সময়।