Mamata Banerjee: 'দেশের এই অবস্থায় কেউ যেন কালোবাজারি না করে,' সীমান্তে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee News: এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর এবং এবছরের সবজি ও আনাজের দাম তুলে ধরেন।

কলকাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসেবে, ২৫ জন ভারতীয়র প্রাণ নেওয়ার বদলা নিতে ২৫ মিনিটের অপারেশন চালিয়েছে ভারত। পাক মদতপুষ্ট একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাল্টা নিরীহ ভারতীয় নাগরিকদের টার্গেট করছে তারা। এই আবহে এবার সবজির দাম ও কালোবাজারি নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
নজর রাখার নির্দেশ: এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর এবং এবছরের সবজি ও আনাজের দাম তুলে ধরেন। পাশাপাশি সীমান্ত এলাকাগুলো বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি। কালোবাজারি নিয়ে সতর্কবার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, "দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ দাম না বাড়ায়। কেউ যেন বেশি করে জিনিস মজুত করে রাখার চেষ্টা না করে। সীমান্ত এলাকাগুলোয় নজর রাখতে হবে। রাজ্যের ৫১৮ টি হিমঘরে পর্যাপ্ত আলু আছে। যা আলু আছে, চাহিদার থেকে জোগান বেশি আছে।''






















