এক্সপ্লোর
Operation Sindoor: উরির পর ১০ দিন, পুলওয়ামার পর ১২ দিন, ১৫ দিনে পহেলগাঁওয়ের বদলা নিল ভারত
India Strikes in Pakistan: ২০১৬ থেকে ২০২৫, পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় স্ট্রাইক। ছবি: ABP Live AI.
ছবি: ABP Live AI.
1/10

ভূস্বর্গে বেড়াতে গিয়ে অকালে ঝরে যায় ২৬টি প্রাণ। নাশকতার বলি হন সাধারণ নাগরিকরা। পহেলগাঁওয়ের সেই নৃশংস হত্যাকণ্ডের বদলা নিল ভারত।
2/10

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের সংযোগ ধরা পড়েছিল আগেই। সেই মতো ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে Operation Sindoor চালাল ভারতের তিন বাহিনী।
3/10

২০১৬-র পর ২০১৯, তার পর ২০২৫, গত ন’বছরে এই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় বার সেনা অভিযান চালাল ভারত। আর ১৯৭১ সালের পর এই প্রথম একসঙ্গে অভিযান চালাল ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা।
4/10

২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরিতে সেনাশিবিরে হামলা চালায় জঙ্গিরা। হামলায় ১৯ জওয়ান প্রাণ হারান।
5/10

উরি হামলার বদলা নিতে ভারত এগোয় সেবছর ২৮-২৯ সেপ্টেম্বর রাতে। পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয় ১০ দিনের মাথায়।
6/10

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় CRPF-এর কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ। আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ যায় ৪০ জওয়ানের।
7/10

সেবছর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জঙ্গিদের ঘাঁটিতে হানা দেয় ভারতের বায়ুসেনা। জইশের ঘাঁটি গুঁড়িয়ে দেয়। সেবার ১২ দিনের মাথায় স্ট্রাইক চালানো হয়।
8/10

এবছর ২২ জানুয়ারি কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুন করে জঙ্গিরা। বেছে বেছে পুরুষদের হত্যা করে। হিন্দু ধর্মাবলম্বী জেনেই খুন করা হয় ২৪ জনকে। এক খ্রিস্টানকেও খুন করে তারা। বাধা দিতে গেলে স্থানীয় মুসলিম যুবককেও হত্যা করে।
9/10

২০১৯ সালে উপত্যকায় মাথাচাড়া দেওয়া The Resistance Front পহেলগাঁও হামলার দায় নিলেও, তারা আসলে পাকিস্তানের লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন।
10/10

সেই মতো, ৬-৭ মে গভীর রাতে, ১৫ দিনের মাথায় পাকিস্তান এবং অধিকৃত কাশ্মীরে স্ট্রাইক চালাল ভারত। লস্কর, জইশ এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটিতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ২৫ মিনিটের অভিযানে প্রায় ৭০ জঙ্গি মারা গিয়েছে বলে খবর। আগেও পাকিস্তানের বিরুদ্ধে একাধিক বার অভিযান চালায় ভারত। কিন্তু নিরাপত্তার স্বার্থে সেই সব তথ্য গোপন রাখা হয়।
Published at : 07 May 2025 03:25 PM (IST)
Tags :
Rajnath Singh Indian Air Force Line Of Control Uri Attack S Jaishankar India-Pakistan Kashmir Terror Attack India Pakistan Relations Shehbaz Sharif Ajit Doval Pakistan News India Pakistan Conflict AMIT Shah NArendra Modi Pahalgam Terror Attack Pahalgam Attack Update Operation Sindoor India Strikes Pakistan India Strikes In Pakistan India Attacks Pakistan Mission Sindoor Sindoor Surgical Strike Pulwama Terror Atatck India Surgical Strikeআরও দেখুন
Advertisement
Advertisement






















