Ind vs Eng, Chepauk Test Live: শেষ উইকেটে সিরাজকে সঙ্গে নিয়ে বাউন্ডারি মেরে শতরান অশ্বিনের, ভারতের লিড সাড়ে চারশোর বেশি
Ind vs Eng, Chepauk Test Live Updates: প্রথম ইনিংসে ৩২৯ রান করার পর ইংল্যান্ডকে ১৩৪ রানে অলআউট করে ১৪৯ রানের লিড পায় ভারত।
LIVE
Background
IND vs ENG Chennai Test LIVE Cricket Score Updates: চেন্নাইয়ের চিপকে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধ চালকের আসনে ভারত। দ্বিতীয় দিনের খেলার শেষে
ভারতের রান ছিল এক উইকেটে ৫৪। সবমিলিয়ে লিড ২৪৯ রানের। রোহিত শর্মা ২৫ ও চেতেশ্বর পূজারা সাত রান করে ক্রিজে।
এই টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। টেস্টের দুই দিনেই উজ্জ্বল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৩২৯ রান করার পর ইংল্যান্ডকে ১৩৪ রানে অলআউট করে ১৪৯ রানের লিড পায় ভারত।
ভারতীয় স্পিনারদের সামনে ইংল্যান্ডের কোনও ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারেননি। অশ্বিন ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন। অভিষেক ম্যাচে অক্ষর পটেল ৪০ রান দিয়ে দুই উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ভারতের তরুণ ওপেনার শুভমান গিল সফল হননি। ১৪ রান করে আউট হন তিনি। এরপর ইনিংসের হাল ধরেন রোহিত ও পূজারা।
প্রথম টেস্টে হারার পর এই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ ভারতের সামনে।
Ind vs Eng Chepauk test দিনের শেষে ইংল্যান্ড ৫৩/৩
তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট খুইয়ে ফেলেছে ইংল্যান্ড। তারা তুলেছে ৫৩ রান।
রবিচন্দ্রন অশ্বিন একটি ও অক্ষর প্যাটেল দুটি উইকেট নিয়েছেন।
৪৮২ রানের বিশাল টার্গেট তাড়া করে জিততে এখনও রুটবাহিনীর প্রয়োজন ৪২৯ রান।
আর খেলার চার নম্বর দিনেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে ভারতের দরকার আর ৭ উইকেট।
India vs England, Chennai Test: অসাধারণ শতরান অশ্বিনের
শেষ উইকেটে মহম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে অসাধারণ ব্যাটিং অশ্বিনের। চার ও ছয় মেরে শতরানের কাছে পৌঁছে যান তিনি। এরপর বাউন্ডারি মেরে সেঞ্চুরি করলেন তিনি।
১৩৪ বলে ১০৩ রানে পৌঁছে যান অশ্বিন। তাঁর ইনিংসে রয়েছে ১৪ চার ও ১ টি ওভারবাউন্ডারি। ভারতের রানকে পৌঁছে দিলেন ৯ উইকেটে ২৬৪-তে।
দুরন্ত ব্যাটিং অশ্বিনের
দুরন্ত অশ্বিন। চা পানের বিরতির পর সাত রান করে আউট হয়েছেন ইশান্ত। ২৩৭ রানে পড়েছে ভারতের নবম উইকেট। এরইমধ্যে আক্রমণাত্মক ব্যাটিং অশ্বিনের। ১২২ বলে ৮৬ রানে ক্রিজে রয়েছেন তিনি। ১২ টি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে। দলের লিড কার্যত ইংল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন অশ্বিন।
Ind vs Eng, Chepauk Test: চা-পানের বিরতি পর্যন্ত ভারতের রান ৮ উইকেটে ২২১
চা-পানের বিরতি পর্যন্ত ভারতের রান ৮ উইকেটে ২২১। ১০৩ বলে ৬৮ রানে ক্রিজে অশ্বিন। সঙ্গে ইশান্ত। ভারতের লিড ৪১৬।
অষ্টম উইকেটের পতন ভারতের
কুলদীপ ফিরলেন ৩ রান করে। ততক্ষণে অবশ্য ভারত ৪০০-র বেশি রানে এগিয়ে গিয়েছে। ২১০ রানে ভারতের অষ্টম উইকেটের পতন। ৪০৫ রানে এগিয়ে ভারত।