Ekbalpur Murder : টাকা নিয়ে বচসা, লোক ডেকে এনে 'কাছের লোককে' খুন ! একবালপুরে গ্রেফতার মহিলা-সহ ৩

Top News Today 15 July Update : এই মুহূর্তে রাজ্য ও দেশের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে নজর

ABP Ananda Last Updated: 15 Jul 2023 11:03 PM
Panchayat Election Result: তৃণমূলের হাতছাড়া মারিশদা! জয় অভিষেকের সরিয়ে দেওয়া প্রাক্তন প্রধানের, পঞ্চায়েত বিজেপির
Purba Medinipur: ১৯৮৩ সালের পর, এই প্রথম কংগ্রেস বা তৃণমূল ছাড়া অন্য কোনও দল এই পঞ্চায়েত দখল করল। Read More
Ekbalpur Murder : টাকা নিয়ে বচসা, লোক ডেকে এনে 'কাছের লোককে' খুন ! একবালপুরে গ্রেফতার মহিলা-সহ ৩
Kolkata Crime News : পুলিশ সূত্রে খবর, 'খুনের আগে বৃদ্ধের সঙ্গে বচসা হয় মহিলার। বৃদ্ধকে খুনের জন্য ২ ব্যক্তিকে ডেকে আনেন মহিলা। প্রথমে মারধর, তারপর খুন করা হয় বৃদ্ধকে, পুলিশ সূত্রে খবর। Read More
Panchayat Election : নারায়ণগড়ে গণনা কেন্দ্রের পাশ থেকে উদ্ধার হল প্রচুর আধ পোড়া ব্যালট !
Paschim Medinipur News : বিরোধীরা এই অভিযোগ করলেও, ব্যালট-বিতর্কে বিরোধীদের 'ষড়যন্ত্র' দেখছে শাসক শিবির। অভিযোগ খারিজ সংগ্রামী যৌথ মঞ্চের। Read More
Panchayat Election : 'রুদালি নই যে কিছু হলেই পথে নামব', মমতার প্রশংসা, পঞ্চায়েতের ফল বেরোতেই 'ভোলবদল' শুভাপ্রসন্নর
Subhaprasanna : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মাঝে ৫০ পেরিয়ে যাওয়া মৃত্যু সংখ্যা আসলে 'বাড়িয়ে দেখানো' বলেই মত তাঁর। Read More
Delhi Flood : পাড় ভেঙেছে যমুনার, জলের তলায় রাজধানী, দিল্লিবাসীকে সেলফি-সাঁতারে বারণ কেজরিওয়ালের
Arvind Kejriwal : বন্যার জলের তোড় এখনও যথেষ্ট বেশি বলেই দিল্লিবাসীকে সতর্ক করেছেন কেজরিওয়াল। জলস্তর বিপদসীমার থেকে এখনও ২ মিটার উঁচু দিয়ে বইছে দিল্লিতে। Read More
Extortion : বাড়ি কিনে তোলাবাজির মুখে শিক্ষকও ! ৫ লক্ষ টাকা দাবি ও হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে
North 24 Parganas News : খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক। পুলিশের কাছে যাওয়ার পরেও তিনি আতঙ্কে বাড়িছাড়া।  Read More
Panchayat Election Results 2023:শুভেন্দুর জেলায় জয়ী বিজেপি সদস্যদের তৃণমূলে যোগ দিতে 'চাপ' দলেরই সাংগঠনিক জেলা সভাপতি ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে
Suvendu Adhikari: স্বয়ং বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছেন জয়ী বিজেপি প্রার্থীদের।পাঁশকুড়ার কেশাপাট এবং মাইশোরা গ্রাম পঞ্চায়েতের ২২ জন বিজেপি সদস্যকে এই মর্মে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। Read More
Abhishek Baneerjee: আদালতের সমালোচনা করায় অভিষেকের সাংসদপদ খারিজের দাবি, স্পিকারকে চিঠি দিলেন সৌমিত্র
Saumitra Khan: বিষ্ণুুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র সরাসরি সেই নিয়ে চিঠি দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। Read More
WB Election Commission: BJP-র পাঠানো বুথের তালিকা পুনর্নির্বাচনের জন্য খতিয়ে দেখার নির্দেশ, জেলা থেকে রিপোর্ট তলব কমিশনের
Panchayat Elections 2023: তাৎপর্যপূর্ণ পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনের। পুনর্নির্বাচনের জন্য বিজেপি যে যে বুথের তালিকা ধরিয়েছে,  সেগুলি খতিয়ে দেখতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিল তারা। Read More
West Bengal Weather : রবিবার উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, দুর্যোগ হবে বাংলায়?
West Bengal Weather Report : শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । Read More
Panchayat Poll News : 'তৃণমূলের মারধর', খাওয়ার জল চাওয়ায় বিজেপির পোলিং এজেন্টের 'মুখে প্রস্রাব'
Panchayat Poll News Live : স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, BJP পোলিং এজেন্টের মুখে প্রস্রাবও করে দেওয়া হয়।   Read More
Panchayat Poll Bomb Recover : বোমা ফেটে আহত ২ শিশু। মুর্শিদাবাদ থেকে বীরভূম, দিকে দিকে বারুদের গন্ধ!
Bomb Recovered from Murshidabad Birbhum : ভোটের জন্য মজুত বোমা বিস্ফোরণ, দাবি স্থানীয়দের। রেজিনগর, মাড়গ্রামেও ড্রাম ভর্তি বোমা উদ্ধার। Read More
Gold Price Today : আজ শ্রাবণ শিবরাত্রি , শুভক্ষণে সোনা কিনবেন? জেনে নিন আজ বাংলায় সোনার দর
Gold Price in Kolkata: এক ক্লিকেই জেনে নিন আজকের সোনা রুপোর দাম। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*।  Read More

প্রেক্ষাপট

কলকাতা : এই মুহূর্তে রাজ্য ও দেশের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে নজর :



  • ভোট হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে ফের বিচারব্য়বস্থাকে নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। শুক্রবার বিচারব্য়বস্থাকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, পুলিশের হাত বেঁধে দেওয়া হচ্ছে। অন্য়দিকে, এদিনই ভোট-হিংসা নিয়ে ট্য়ুইট করে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারও পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

  • ফের বাংলায় আসছেন অমিত শাহ । আগামী মাসেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar )  । সুকান্ত বলেন, 'বাংলার পরিস্থিতির দিকে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ( Amit Shah ) । স্বরাষ্ট্রমন্ত্রী চান, রাজ্যে যাতে আর একটিও প্রাণহানি না হয়' অমিত শাহর সঙ্গে গতকাল বৈঠকের কলকাতায় ফিরে বললেন সুকান্ত মজুমদার। তিনি আরও বলেন, ভোট মিটে যাওয়ার পরও বাংলায় আছে কেন্দ্রীয় বাহিনী। তাই আরও বেশি হিংসা ও প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে। 

  • এবার বিচারপতিদের বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ তুললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।সেই সঙ্গে ছুড়লেন কার্যত চ্য়ালেঞ্জও। শুক্রবার নাম নিয়ে, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.