Chariot Collapse: ভিড়ের মধ্যে ভেঙে পড়ল ১২০ ফুটের রথ, দেখুন ভিডিও
Bengaluru Chariot Collapse Incident: কর্ণাটকের বেঙ্গালুরুতে ভক্তদের মাঝেই ভেঙে পড়ল ১২০ ফুটের রথ...
বেঙ্গালুরু: কর্ণাটকের বেঙ্গালুরুতে (Karnataka's Bengaluru) ভেঙে পড়ল ১২০ ফুটের রথ। মাদ্দুরম্মা মন্দিরের (Madduramma Temple) বার্ষিক মেলায় এদিন উপচে পড়ছিল ভিড়। ভক্তরা পরম আনন্দে এদিন বিশালাকার রথ টেনে নিয়ে যাচ্ছিল। এমনই সময় ঘটে অঘটন। আচমকাই ভক্তেদের মাঝেই ভেঙে পড়ে ১২০ ফুটের রথ।
বেঙ্গালুরুর হুস্কুর মাদ্দুরম্মা হল বেঙ্গালুরুর একটি জনপ্রিয় রথ উৎসব
শনিবার বেঙ্গালুরুর আনেকালে একটি মেলার আয়োজন করা হয়েছিল। মূলত হুস্কুর মাদ্দুরম্মা হল বেঙ্গালুরুর একটি জনপ্রিয় রথ উৎসব। সংবাদ সংস্থা এএনআই-র শেয়ার করা ভিডিও-তে স্পষ্ট দেখা যাচ্ছে, ভক্তদের ভিড় উপচে পড়ছে বেঙ্গালুরুর ওই মাদ্দুরম্মা মন্দিরের বার্ষিক মেলায়।জানা গিয়েছে প্রায় দশটি গ্রাম থেকে এদিন ওই মেলায় অংশ নিয়েছিলেন হাজার খানেক ভক্তরা। সবুজ, কমলা, হলুদ-সহ নানা রঙে সেজে উঠেছে প্রায় ১২০ ফুট লম্বা রথ। দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে সেই রথ ভক্তদের দল। আচমকাই ওই বিশালাকার রথ ভেঙে পড়ে।
#WATCH | Karnataka: Devotees had a narrow escape after a temple chariot fell while it was being carried during the Madduramma Devi Jatre festival at Bengaluru's Huskur. pic.twitter.com/RJ8LtB1w7Z
— ANI (@ANI) April 6, 2024
সারাবছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন ওই এলাকার মানুষ
তবে ইতিমধ্যেই রথ ভেঙে পড়ার ওই ভিডিওটি ভাইরাল হয়েছে। বলাইবাহুল্য সারাবছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন ওই এলাকার মানুষ। এদিকে আনন্দ উৎসবে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অত দীর্ঘকায় রথ মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ধুলো ওড়ে চারিদিকে। ছুটে পালায় অনুরাগীদের দল। যদিও এযাত্রায় বিপদ এড়ানো গিয়েছে। কারণ এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন, আগামী সপ্তাহে আসছে আরও ১০০ কোম্পানি, ভিনরাজ্যের পুলিশও নিয়ে আসছে কমিশন
মেলা চলাকালীন দুর্ঘটনা এই প্রথমবার নয়
মেলা চলাকালীন দুর্ঘটনা এই প্রথমবার নয়। সিকিমের রানিপুলে মেলা চলাকালীনও ঘটেছিল এমন দুর্ঘটনা। সন্ধ্যা বেলায় ঘটেছিল দুর্ঘটনা। মেলায় সাধারণ মানুষের ভিড়ের মাঝে আচমকাই সেখানে ঢুকে পড়ে নিয়ন্ত্রণ হারানো একটি দুধের ট্যাঙ্কারটি। তবে সেবার ওই ঘটনায় আহত হয়েছিলেন অনেকেই। একাধিকজনকে ধাক্কা মারে ওই ট্যাঙ্কারটি। সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।