Lok Sabha Polls 2024: আগামী সপ্তাহে আসছে আরও ১০০ কোম্পানি, ভিনরাজ্যের পুলিশও নিয়ে আসছে কমিশন
EC Sends Central Force: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা নির্বাচন কমিশনের..
কলকাতা: ১৯ এপ্রিল প্রথম দফায় সর্বাধিক বাহিনী (Centra Force) দিয়ে ভোট করতে চায় কমিশন (EC)। ইতিমধ্যেই রাজ্যে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্র মারফত খবর, আগামী সপ্তাহে আসছে আরও ১০০ কোম্পানি। ৭০ কোম্পানি ভিনরাজ্যের পুলিশও নিয়ে আসছে কমিশন। উত্তরপ্রদেশ, গুজরাত, তেলঙ্গানা থেকে পুলিশ নিয়ে আসছে কমিশন। ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা নির্বাচন কমিশনের।
এপ্রিলের প্রথম দিনই রাজ্যে এসে পৌঁছয় ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ছিল ১৫ কোম্পানি CRPF, ৫ কোম্পানি BSF এবং ৭ কোম্পানি CISF। এই মুহূর্তে রাজ্যে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মজুত রয়েছে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আসবে। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সর্বাধিক ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন।
লোকসভা ভোটের একমাস আগে থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। লেকটাউনের কালিন্দী, দক্ষিণদাঁড়ি, পাতিপুকুর-সহ বিভিন্ন এলাকায় টহল দেন BSF জওয়ানরা। নেতৃত্ব দেন লেকটাউন থানার IC। শ্যামবাজারে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। বাগবাজার এলাকাতেও টহল দেন জওয়ানরা।
সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে, রাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিরোধীদের নানা অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। এবারের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কো-অর্ডিনেট হিসাবে দায়িত্ব পেয়েছে CRPF। জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, বাংলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সঠিকভাবে হচ্ছে কিনা, সেই সংক্রান্ত রিপোর্ট প্রতিদিন সকালে হার্ড কপি এবং ইমেল করে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠাতে হবে CRPF-কে। সেই সঙ্গে রুটমার্চ সংক্রান্ত তথ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও পাঠাতে হবে।
এর পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে স্বচ্ছতা আনতে, সব তথ্য ওয়েবসাইটেও দেওয়া শুরু করল নির্বাচন কমিশন। এখান থেকে রুটমার্চ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। সবাই তা দেখতে পাবে। শুধু এই নয়,যদি কোনও ব্যক্তি বা দল মনে করে যে, কোনও নির্দিষ্ট জায়গায় রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে না, বা রুট মার্চ করাচ্ছে না, তা হলে তারা জেলার নির্বাচনী আধিকারিককে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
আরও পড়ুন, 'প্রত্যক্ষ যোগ রয়েছে..',ভূপতিনগরকাণ্ডে ধৃত ২ TMC নেতার NIA হেফাজত
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।