UP Fire : কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আগুনে ঝলসে ৯ শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশে, আহত ১৯
Yogi Adityanath : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিসের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
হাপুর, উত্তরপ্রদেশ : মর্মান্তিক দুর্ঘটনা। ইলেকট্রনিক্স সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Explosin)। আগুনে ঝলসে ঘটনাস্থলেই ৯ জন শ্রমিকের মৃত্যু। আহত অন্তত ১৯ জন। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলায়। দিল্লি (Delhi) থেকে যা প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ ও দমকল বাহিনীর পক্ষ থেকে এই মুহূর্তে উদ্ধারকার্য চলছে।
কোথায় কীভাবে বিস্ফোরণ
হাপুর জেলার ধৌলানা শিল্পাঞ্চলের ওই কারখানায় বয়লার ফেটে দুর্ঘটনা ঘটেছে বলেই খবর। বিস্ফোরণের পর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। কারখানার মধ্যে একাধিক শ্রমিকের আটকে পড়ার খবর পাওয়া যাচ্ছে। মর্মান্তিক দুর্ঘটনার পরই এলাকায় উদ্ধারকাজের জন্য ছুটে যায় পুলিশ ও দমকল। হাপুরের ইন্সপেক্টর জেনারেল প্রবীণ কুমার সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, 'এক ইলেকট্রনিক্সের সরঞ্জাম তৈরির কারখানায় বিস্ফোরণে এখনও ৮ জনের মৃত্যু হয়েছে। অন্তত ১৫ জন আহত। আহতদের চিকিৎসা চলছে। আপাতত উদ্ধারকাজ চলছে। কীভাবে এমন ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখা হবে।'
যোগী আদিত্যনাথের শোকপ্রকাশ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) অফিসের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সিএমও অফিসের পক্ষ থেকে ট্যুইটে লেখা হয়েছে, 'স্থানীয় প্রশাসনের আধিকারীকদের ঘটনাস্থলে ছুটে যেতে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। উদ্ধারকার্য দেখার পাশাপাশি নিহত-আহতেদর পরিবারদের প্রয়োজনীয় সব সাহায্য করার কথা বলা হয়েছে ।'
#UPCM @myogiadityanath ने जनपद हापुड़ स्थित एक फैक्ट्री में ब्वॉयलर फटने की दुर्घटना में हुई जनहानि पर गहरा शोक प्रकट किया है।
— CM Office, GoUP (@CMOfficeUP) June 4, 2022
मुख्यमंत्री जी ने दिवंगत आत्माओं की शांति की कामना करते हुए शोक संतप्त परिजनों के प्रति संवेदना व्यक्त की है।
আরও পড়ুন- ভারতে হানা মাঙ্কি পক্সের? নমুনা মেলায় আইসোলেশনে বালিকা, রিপোর্টের অপেক্ষা