Monkey Pox : ভারতে হানা মাঙ্কি পক্সের? নমুনা মেলায় আইসোলেশনে বালিকা, রিপোর্টের অপেক্ষা
ওই বালিকার বিদেশে যাওয়ার কোনও রেকর্ড নেই, পাশাপাশি বিদেশ থেকে আগত কারোর সংস্পর্শে আসারও কোনও তথ্য নেই বলেই জানিয়েছেন গাজিয়াবাদ জেলা স্বাস্থ্য আধিকারিক।
নয়াদিল্লি : ভারতেও কি হানা দিল মাঙ্কি পঙ্ক (Monkey Pox) ? গাজিয়াবাদে (Gaziabad) মাঙ্কি পক্স সন্দেহে ৫ বছরের বালিকার নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রসঙ্গত, মাঙ্কি পক্সের মতো একাধিক উপসর্গ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। মাঙ্কি পক্স সন্দেহের জেরে সতর্কতামূলক ব্যবস্থার জেরে বালিকাকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে, ওই বালিকার বিদেশে যাওয়ার কোনও রেকর্ড নেই, পাশাপাশি বিদেশ থেকে আগত কারোর সংস্পর্শে আসারও কোনও তথ্য নেই বলেই জানিয়েছেন গাজিয়াবাদ জেলা স্বাস্থ্য আধিকারিক।
এই পরিস্থিতিতে অতিরিক্ত আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি রিপোর্ট না আসা পর্যন্ত সতর্ক থাকার আবেদনও জানানো হয়েছে।
নতুন আতঙ্ক মাঙ্কি পঙ্ক
বিশ্বজুড়ে কোভিড আতঙ্কের মধ্যেই এবার উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স। ইউরোপ ও আমেরিকার বেশ কিছু দেশে ইতিমধ্যেই হদিশ মিলেছে এই ভাইরাল ডিজিজের। ইংল্যান্ড, স্পেন, পর্তুগালে মিলেছে এই রোগের চিহ্ন। ভারতে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার খবর না মিললেও, সতর্ক কেন্দ্র। ইতিমধ্যেই এয়ার পোর্ট ও বন্দর এলাকায় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কী এই রোগ? চিকিৎসকরা বলছেন, এটি এক বিশেষ ধরনের বসন্ত রোগ।
চিকেন পক্সের প্রতিরোধক কিছুটা কাজ করে। ২-৪ সপ্তাহর মধ্যে কমে যায়। রোগের প্রাথমিক লক্ষণ কী?
- গায়ে বসন্তের মতো গুঁটি
- জল ফোসকা
- প্রচণ্ড জ্বালা
- সঙ্গে জ্বর
- কাঁপুনি
- মাথা যন্ত্রণা
- পিঠে ও গায়ে ব্যথা
কীভাবে হতে পারে সংক্রমণ
এদিকে, এতদিন বিশেষজ্ঞদের ধারণা ছিল শ্বাসনালী, ক্ষত স্থান, নাক, মুখ ইত্যাদির মাধ্যমে মানব শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটে। কিন্তু সম্প্রতি মাঙ্কি ভাইরাসে আক্রান্ত একাধিক ব্যক্তিকে পরীক্ষা করে চিকিৎসকরা মনে করছেন যৌন সংসর্গের মাধ্যমেও ছড়াতে পারে এই ভাইরাস। পোশাক বা ড্রপলেটের মাধ্যমেই শুধু নয়, যৌন সংসর্গের (Sexual relations) মাধ্যমেও ছড়াতে পারে মাঙ্কি ভাইরাস (Monkey Virus), এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আগুনে ঝলসে ৮ শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশে, আহত ১৫
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )