Adani Group Open Offer: এনডিটিভিতে ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে আদানি গ্রপের মিডিয়া শাখা
Adani Group News Update: দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল এনডিটিভি (NDTV)-র শেয়ার অধিগ্রহণ করতে চলেছে আদানি গ্রুপের মিডিয়া শাখা।
Adani Group News Update: সংবাদ জগতে বড় খবর ! এবার দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল এনডিটিভি (NDTV)-র শেয়ার অধিগ্রহণ করতে চলেছে আদানি গ্রুপের মিডিয়া শাখা। মঙ্গলবার কোম্পানির তরফে একটি বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড (NDTV)-র ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে আদানি গ্রুপের মিডিয়া আর্ম। এখানেই শেষ নয়, এনডিটিভিতে আরও ২৬ শতাংশ শেয়ার অধিগ্রহণের জন্য একটি খোলা প্রস্তাবও দেবে কোম্পানি।
Adani Group Open Offer: আদানি গ্রুপ প্রেস বিবৃতিতে জানিয়েছে, এনডিটিভিতে সরাসরি এই ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করছে না কোম্পানি। পরিবর্তে বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড (VCPL)এর মাধ্যমে পরোক্ষে সম্পন্ন হবে এই অধিগ্রহণ পর্ব। AMG মিডিয়া নেটওয়ার্ক লিমিটেড (AMNL)-এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান এই VCPL। যেখানে AMNL আদানি এন্টারপ্রাইজ লিমিটেড (AEL)-এর মালিকানাধীন কোম্পানি।
Adani Group New Update: কোন পথে অধিগ্রহণ ?
আসলে VCPL RRPR-এ ৯৯.৫ শতাংশ অংশীদারিত্ব অর্জনের জন্য 'ওয়ারেন্ট' প্রয়োগ করেছে। এই কোম্পানি অধিগ্রহণের ফলে VCPL-এর হাতে RRPR-এর নিয়ন্ত্রণ এসে যাবে। মূলত, এনডিটিভির অন্যতম প্রোমোটার গ্রুপ কোম্পানি বা বিনিয়োগকারী এই গ্রুপ। যাদের এনডিটিভিতে ২৯.১৮ শতাংশ শেয়ার রয়েছে। এবার সেই শেয়ারই চলে আসবে VCPL বা পরোক্ষে আদানির মিডিয়া শাখার হাতে।
Adani Group Open Offer: কোম্পানি আরও জানিয়েছে, AMNL, AEL-এর সঙ্গে VCPL সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র নিয়ম মেনে NDTV-তে ২৬ শতাংশ পর্যন্ত শেয়ার অধিগ্রহণের জন্য একটি খোলা প্রস্তাব দেবে। এ বিষয়ে এএমজি মিডিয়া নেটওয়ার্ক লিমিটেড-এর সিইও সঞ্জয় পুগালিয়া বলেন, "এই অধিগ্রহণ নতুন যুগের মিডিয়ার পথ প্রশস্ত করার লক্ষ্যে AMNL-এর যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।"
তিনি উল্লেখ করেন, “তথ্য ও জ্ঞানের মাধ্যমে ভারতীয় নাগরিক, উপভোক্তা ও ভারতে আগ্রহীদের ক্ষমতায়ন করতে চায় AMNL। সেই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের শীর্ষস্থানে অবস্থান ও এর ব্যপ্তির কারণে এনডিটিভির মতো শক্তিশালী প্লাটফর্মকে বেছে নিয়েছে কোম্পানি। এর উপযুক্ত সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এনডিটিভির এই নেতৃত্বকে আরও শক্তিশালী করার অপেক্ষায় রয়েছি আমরা।”
বর্তমানে এনডিটিভি তিনটি ন্যাশনাল নিউজ চ্যানেল পরিচালনা করে। এনডিটিভি 24x7, এনডিটিভি ইন্ডিয়া ও এনডিটিভি প্রফিট চালায় কোম্পানি। এটির একটি
শক্তিশালী অনলাইন উপস্থিতিও রয়েছে ভারতীয় দর্শকদের মধ্যে। বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে ৩.৫ কোটিরও বেশি ফলোয়ার রয়েছে কোম্পানির। এ ছাড়াও সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক 'ফলো' নিউজ হ্যান্ডেলগুলির মধ্যে একটি এনডিটিভি।
আরও পড়ুন : LIC Policy: দিনে ২১টাকা বিনিয়োগ করে ১১০ শতাংশ রিটার্ন, এলআইসি দিচ্ছে এই নতুন স্কিম