Agnipath Scheme Protest Live: 'অগ্নিপথ' নিয়ে সেনার সাংবাদিক বৈঠক
অগ্নিপথ (Agnipath)-বিরোধিতায় দেশজুড়ে ভারত বন্ধের ডাক। অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে পথে নামল এসএফআই (SFI)।এদিন বর্ধমান রাজ কলেজের সামনে থেকে পার্কাস রোড মোড় পর্যন্ত মিছিল করেন এসএফআই সদস্যরা।
LIVE
Background
কলকাতা: অগ্নিপথ (Agnipath)-বিরোধিতায় দেশজুড়ে ভারত বন্ধের ডাক। অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে পথে নামল এসএফআই (SFI)।এদিন বর্ধমান রাজ কলেজের সামনে থেকে পার্কাস রোড মোড় পর্যন্ত মিছিল করেন এসএফআই সদস্যরা। পার্কাস রোড মোড়ে মিনিট দশেক প্রতীকী পথ অবরোধ করা হয়।
ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে বিক্ষোভকারীদের জমায়েত। এদিন টিটাগড় থেকে মিছিল করে মহকুমাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে যান তাঁরা। ব্যারাকপুর (Barracpur) চিড়িয়া মোড়ে মিছিল আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের প্রতিনিধিরা গিয়ে ডেপুটেশন জমা দেন।
অগ্নিপথ-বিরোধিতায় ২৪ ঘণ্টা ভারত বন্ধের ডাক। বিক্ষোভ মোকাবিলায় সতর্ক রাজ্য প্রশাসন। হাওড়া ব্রিজে নজরদারি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। হাওড়া স্টেশন চত্বরেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। যাত্রী স্ট্যান্ড ও আশপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিশ। পাশাপাশি, হাওড়া ডিভিশনের সবকটি স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৪ বছরের চাকরির নামে দু’হাজার চব্বিশের আগে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি। বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা থেকে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের উদ্দেশে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।
কৈলাস বিজয়বর্গীয়র পর জি কিষেণ রেড্ডি। অগ্নিপথ নিয়ে একের পর এক বিজেপি নেতার মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। যা নিয়ে পাল্টা সরব বিজেপি-বিরোধীরা। এই আবহে অগ্নিপথ প্রকল্পের নাম না করেই, সংস্কারের সুফলের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী।
অগ্নিপথ-বিরোধিতা ও ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে ইডি-র তলবের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। দিল্লির শিবাজি ব্রিজ স্টেশনে রেল অবরোধ করেন যুব কংগ্রেস কর্মীরা।আটকে পড়ে দূরপাল্লার ট্রেন।
Agnipath Protest 2022: প্রভাব পড়বে না সেনার দক্ষতায়, জানাল সেনা
সেনার দক্ষতার ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না অগ্নিপথ প্রকল্পে, জানিয়েছে সেনা।
Agnipath Row Update: প্রধানমন্ত্রীকে ব্যাখা দিলেন তিন বাহিনীর প্রধান
কীভাবে রূপায়িত হবে অগ্নিপথ প্রকল্প, সেটা নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যাখা দিলেন তিন বাহিনীর প্রধান।
Agnipath Protest 2022: হরিয়ানা সরকারে 'নিশ্চিত' চাকরির ঘোষণা
হরিয়ানা সরকার 'নিশ্চিত' চাকরি দেবে অগ্নিবীরদের, ঘোষণা হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের।
Agnipath Row Update: অগ্নিপথ প্রকল্প মোড় ঘোরাবে বাহিনীর!
অগ্নিপথ প্রকল্প বাহিনীর জন্য মোড় ঘোরানো হবে, জানিয়েছেন এনএসএ অজিত ডোভাল।
Agnipath Protest 2022: আগেই এই প্রকল্প আনা উচিত ছিল, মত প্রতিরক্ষা মন্ত্রকের
অনেক ভেবেচিন্তেই অগ্নিপথ প্রকল্প আনা হয়েছে। ৯০-এর দশকেই এটি চালু করা উচিত ছিল, মত প্রতিরক্ষা মন্ত্রকের।