Medha Patkar: অনুদানের অর্থ অপব্যবহার, মেধা পটকর-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা মধ্যপ্রদেশে
Allegation Of Donation Misuse Against Medha Patkar: অনুদানের অর্থ অপব্যবহারের অভিযোগে 'নর্মদা বাঁচাও' আন্দোলনের প্রধান মুখ তথা সমাজকর্মী মেধা পাটকরের বিরুদ্ধে মামলা দায়ের করল মধ্যপ্রদেশ পুলিশ।

নয়াদিল্লি: অনুদানের (donation) অর্থ অপব্যবহাররে (misuse) অভিযোগে 'নর্মদা বাঁচাও' আন্দোলনের প্রধান মুখ তথা সমাজকর্মী মেধা পাটকরের (medha patkar) বিরুদ্ধে মামলা দায়ের করল মধ্যপ্রদেশ পুলিশ (madhyapradesh police)। একই অভিযোগ রুজু হয়েছে আরও ১১ জনের বিরুদ্ধে। আদিবাসী শিশুদের লেখাপড়ার নামে ১৩ কোটি টাকা অনুদান হিসেবে সংগ্রহ করে নয়ছয়ের অভিযোগ আনা হয়েছে মেধা-সহ ১২ জনের বিরুদ্ধে।
কী বলা হয়েছে অভিযোগে?
অভিযোগকারী প্রীতম রাজ বদোলের দাবি, ' নবনির্মাণ নর্মদাঅভিযান ট্রাস্ট' যে অনুদান সংগ্রহ করেছিল তা দেশবিরোধী কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। এই 'নবনির্মাণ নর্মদাঅভিযান ট্রাস্ট'-র সদস্য মেধা। তিনি অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, যিনি অভিযোগ করেছেন তিনি আরএসএসের ছাত্র সংগঠনের সদস্য। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় অভিযোগ দায়ের হয়েছে।
প্রীতমের অবশ্য অভিযোগ, নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন মেধা। তাঁর দাবি, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে আদিবাসী শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার নাম করে এই ভ্রান্তি ছড়াতেন তিনি। মেধার অবশ্য দাবি, এবিভিপি-র সঙ্গে যোগ রয়েছে প্রীতমের। সঙ্গে সংযোজন, 'প্রত্যেকটি আর্থিক বিষয় নিয়ে আমাদের কাছে অডিট রিপোর্ট রয়েছে। আমরা দিল্লির উপরাজ্যপালের বিরুদ্ধে মামলাতেও জিতেছি। কারণ আমরা বিদেশ থেকে অনুদান গ্রহণ করি না। ভবিষ্যতেও সব প্রশ্নের জবাব দেব, প্রমাণও পেশ করব।'
আরও পড়ুন:৭ বছর পূরণ করল প্রভাস অভিনীত সুপারহিট 'বাহুবলী: দ্য বিগেনিং'





















