7 Years of Baahubali: ৭ বছর পূরণ করল প্রভাস অভিনীত সুপারহিট 'বাহুবলী: দ্য বিগেনিং'
7 Years of Baahubali The Beginning: 'ধর্ম প্রোডাকশন'-এর তরফে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'এমন একটি ছবি যা 'লার্জার দ্যান লাইফ' ছবি তৈরির মূল ভাবটাকে ধরতে সক্ষম হয়েছিল।'
নয়াদিল্লি: সাত বছর আগে বিশ্বের দর্শক এক ব্লকবাস্টার হিট (Blockbuster Hit) ভারতীয় ছবির সাক্ষী হয়। গোটা দেশ পেরিয়ে বিশ্বের দরবারে যা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্য মাত্রা যোগ করে। যে ছবি দেখে আজও উত্তেজিত হন আট থেকে আশি। এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত, প্রভাস (Prabhas) অভিনীত সেই ছবির নাম 'বাহুবলী: দ্য বিগেনিং' (Baahubali: The Beginning)।
'বাহুবলী'র সপ্তম বর্ষ পূর্তি
কে. ভি. বিজয়েন্দ্র প্রসাদের লেখা এই পিরিয়ড অ্যাকশন ছবি দর্শকদের থেকে ভূয়সী প্রশংসা লাভ করে। গোটা ছবিটি তৈরিতে খরচ হয়েছিল ২০০ কোটি টাকা। এবং গোটা বিশ্বে এই ছবি ৬৫০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছিল। দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রি একটি নতুন মাত্রা পায় এই ছবির পর।
আর এই বিশেষ ছবির সাত বছর পূর্তিতে 'ধর্ম প্রোডাকশন'-এর তরফে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'এমন একটি ছবি যা 'লার্জার দ্যান লাইফ' ছবি তৈরির মূল ভাবটাকে ধরতে সক্ষম হয়েছিল। বাহুবলীর ৭ বছর পূর্তির উদযাপন।'
View this post on Instagram
কর্ণ জোহর প্রযোজিত এই ছবিতে প্রভাস ছাড়াও অভিনয় করেছিলেন রানা ডাগ্গুপতি, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া, রামিয়া কৃষ্ণণ। 'বিগ বাজেট' এই ছবি তৈরি হয়েছিল তিন বছর ধরে, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি।
আরও পড়ুন: Koffee With Karan: সর্বোচ্চ দর্শকসংখ্যা নিয়ে রেকর্ড গড়ল 'কফি উইথ করণ সিজন ৭'-এর প্রথম পর্ব
২০১৬ সালে শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায় 'বাহুবলী'। রাজামৌলি 'ফিল্মফেয়ার সেরা পরিচালক - তেলুগু' পুরস্কার পান।