Exercise Cobra Warrior 2022: রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যে ব্রিটেনে কোবরা ওয়ারিয়র এক্সারসাইজে সামিল হচ্ছে না বায়ুসেনা
ভারতীয় বায়ুসেনা ট্যুইট করে জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে ভারতীয় বায়ু সেনা ব্রিটেনে কোবরা ওয়ারিয়র মহড়ায় নিজের বিমান মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়েছে।
![Exercise Cobra Warrior 2022: রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যে ব্রিটেনে কোবরা ওয়ারিয়র এক্সারসাইজে সামিল হচ্ছে না বায়ুসেনা Amid Russia-Ukraine war, IAF not to deploy aircraft for Exercise Cobra Warrior 2022 in UK Exercise Cobra Warrior 2022: রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যে ব্রিটেনে কোবরা ওয়ারিয়র এক্সারসাইজে সামিল হচ্ছে না বায়ুসেনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/d7689739d1344601af07e710433ef398_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ব্রিটেনে কোবরা ওয়ারিয়র এক্সারসাইজ (Cobra Warrior Exercise 2022)-এ সামিল না হওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় বায়ুসেনা। ব্রিটেনে এই বহুপাক্ষিক মহড়ায় যোগ দেবে না ভারতের বায়ুসেনা। রাশিয়া ও ইউক্রেনেপ মধ্যে যুদ্ধজনিত কারণে সারা বিশ্বে উত্তেজনাকর আবহে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, এই প্রথমবার স্বদেশি ফাইটার জেট, এলসিএ তেজসের বাইরের কোনও দেশে সামরিক মহড়া কোবরা ওয়ারিয়র এক্সারসাইজে যোগ দেওয়ার কথা ছিল। ভারতীয় বায়ুসেনার পাঁচ এলসিএ তেজস যুদ্ধবিমানের ওয়াড্ডিংটন বায়ুসেনা ঘাঁটিতে পাড়ি জমানোর কথা ছিল। এই মহড়া ৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল।
কোবরা ওয়ারিয়র এক্সারসাইজে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বায়ুসেনার ফাইটার জেটের সঙ্গে লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট তেজসের অংশ নেওয়ার কথা ছিল। সারা বিশ্বকে এলসিএ তেজসের অপারেশনাল দক্ষতা ও চালচলন সারা বিশ্বের কাছে তুলে ধরার ক্ষেত্রে একটি ভালো মঞ্চ হয়ে উঠতে চলেছিল কোবরা ওয়ারিয়র এক্সারসাইজ। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত পরিবর্তিত পরিস্থিতিতে ভারত আপাতত এই মহড়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় বায়ুসেনা ট্যুইট করে জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে ভারতীয় বায়ু সেনা ব্রিটেনে কোবরা ওয়ারিয়র মহড়ায় নিজের বিমান মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়েছে।
কোবরা ওয়ারিয়র এক্সারসাইজ রয়্যাল এয়ারফোর্সের বার্ষিক সবচেয়ে বড় মহড়াগুলির অন্যতম। এই মহড়ার উদ্দেশ্য আকাশ পথে কঠিন মিশনের পরিকল্পনা তৈরি করা এবং তা কার্যকর করার ক্ষেত্রে পাইলট ও অন্যান্য উড়ান বিশেষজ্ঞদের প্রশিক্ষণ প্রদান। এই মহড়ায় এয়ারক্র্যাফ্ট ইন্টারসেপশন ও মক ডগফাইটস ও ভূমিতে মহড়া হামলার মতো এয়ার-টু-এয়ার অপারেশন সামিল রয়েছে।
গত সপ্তাহে আইএএফ সিঙ্গাপুর এয়ার শো-তে তেজস জেটের প্রদর্শন করেছিল। আগামী দিনে বন্ধু দেশগুলিতে এই জেটের রফতানির কথা মাথায় রেখেই এই যোগদান ছিল বলে মনে করা হচ্ছে। গত ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি এই এয়ার শো অনুষ্ঠিত হয়েছিল। তিনটি তেজস যুদ্ধবিমান এই এয়ার শো-তে যোগ দিয়েছিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)