Monkeypox Cases in Delhi: দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত আরও ১ নাইজেরীয়
Monkeypox Positive Nigerian in Delhi: দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত আরও ১ নাইজেরীয় ।দিল্লিতে মাঙ্কিপক্সের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩।
দিল্লি: দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত আরও ১ নাইজেরীয় ( Monkeypox Positive Another Nigerian in Delhi)। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, এই নিয়ে নতুন করে দিল্লিতে মাঙ্কিপক্সের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। উল্লেখ্য, দেশজুড়ে মাঙ্কিপক্স পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের প্রধান চিকিৎসক ভিকে পলের নের্তৃত্বে ৫ সদস্যের এই টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্রীয় সরকার।
Another Nigerian man living in Delhi tests positive for #monkeypox. This is the 3rd monkeypox case in Delhi: Official Sources pic.twitter.com/COmfH3QUHX
— ANI (@ANI) August 2, 2022
দিল্লিতে মাঙ্কিপক্সের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। নতুন করে আরও এক নাইজেরীয়-র মাঙ্কিপক্সের রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে দিল্লিতে যার দ্বিতীয় হিসেবে ধরা পড়েছিল মাঙ্কি পক্স, তিনিও একজন নাইজেরীয়। ইতিমধ্যেই তাঁকে এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত ৫ দিন ধরে জ্বরে আক্রান্ত নিয়ে। ফোস্কার মত সারা শরীরে বেরিয়ে এসেছে তাঁর। শরীর থেকে সংগৃহীত নুমনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পুণার ন্যাশনাল ইন্সটিউটিউট অব ভাইরোলজিতে। তবে দিল্লি ওই বাসিন্দার সাম্প্রতিককালে বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই।
প্রসঙ্গত, একদিকে কোভিড নিউ ভ্যারিয়েন্টের চাপের মুখে গোটা বিশ্ব। কোভিডেক প্রথম, দ্বিতীয় ঢেউ- পর বিশেষজ্ঞরা অনুমান করেছিল, যে তৃতীয় ঢেউয়ের পর নিস্তার পাবে সাধারণ মানুষ। কোভিডের নিউ ভ্যারিয়েন্ট এলেও তা ভয়াবহ আকার ধারণ করবে না। সাধারণ সর্দি-কাশি-জ্বরে পরিণত হবে। সেই ভবিষ্যতবাণী ওমিক্রণ আসার পরে অনেকাংশেই মিলে গিয়েছে। কিন্তু এবার ফের আশঙ্কায় ডুবল গোটা বিশ্ব। কারণ এতদিনে কোভিডের মিউটেশন একটা বড়সড় আশঙ্কার কারণ তৈরি করেছে। এদিকে কোভিড নিয়ে যখন হিমশিম খাচ্ছে একের পর এক দেশ, তখনই আবার অতিথি হয়ে এল ব্ল্যাক ফাংগাস। আর এবার কোভিড গ্রাফের মাঝেই নতুন সূচক গড়ল মাঙ্কিপক্স।
আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিই শেষকথা', মন্ত্রিসভার রদবদল ঘোষণা ঘিরে কী বলছেন মুকুল-কুণালরা ?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষকর্তা ট্রেডস অ্যাডানম গেব্রিয়েসাস, সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনায় ইতিমধ্যেই তৈরি করেছেন একটি জরুরী কমিটি। উল্লেখ্য, গত মে মাসে পশ্চিম এবং মধ্য আফ্রিকা থেকে আচমকাই লাগামছাড়াভাবেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মাঙ্কিপক্স। এই পর্যন্ত ২৯ টি দেশ পার করেছে মাঙ্কিপক্স। বৃহস্পতিবারের একান্ত বৈঠকে অনেক দিন চলে আসা আফ্রিকার এই ভয়াবহ রোগটি নিয়ে উদ্বেগের মুখে পড়েছেন হু-র প্রতিনিধিরাও। আফ্রিকার দেশগুলির বাইরে এ পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )