Army Dog Zoom: গুলিবিদ্ধ হয়েও জঙ্গিদের কামড়ে ধরে লড়াই, কাশ্মীরে সেনা অভিযানে আহত সৈনিক ‘জুম’
Jammu And Kashmir: জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) অনন্তনাগে জঙ্গি বিরোধী অভিযান চলাকালীন আঙত হয় ‘জুম’।
শ্রীনগর: জঙ্গি বিরোধী অভিযানে কাশ্মীরে জখম সেনা সারমেয় ‘জুম’ (Army Dog Zoom)। গুলিবিদ্ধ হয়েছে সারমেয়টি (Gunshots)। তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। সেনাবাহিনীর (Indian Army) পশু হাসপাতালে চিকিৎসা চলছে সারমেয়টির। তার আরোগ্য কামনা করছে ভারতীয় সেনা। সাহসী সৈনিকের মতোই জঙ্গিদের বিরুদ্ধে ‘জুম’ লড়াই চালিয়ে যায় বলে জানানো হয়েছে (Terror Operation)।
জঙ্গি বিরোধী অভিযানে গুলিবিদ্ধ সেনা সারমেয় ‘জুম’
জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) অনন্তনাগে জঙ্গি বিরোধী অভিযান চলাকালীন আঙত হয় ‘জুম’। সেনা সূত্রে জানা গিয়েছে, এলাকায় জঙ্গিরা আশ্রয় নিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর এসে পৌঁছয়। সেই মতো রবিবার গভীর রাতেই তল্লাশি অভিযা শুরু হয়। তাতে সেনার সঙ্গী হয় ‘জুম’। দক্ষিণ কাশ্মীরে সেনার জঙ্গি বিরোধী অভিযানে দীর্ঘদিন ধরেই শামিল সে।
#WATCH | In an operation in Kokernag, Anantnag, Army's dog 'Zoom' attacked terrorists & received 2 gunshot injuries. In spite of that, he continued his task which resulted in neutralisation of 2 terrorists. The canine is under treatment in Srinagar, J&K.
— ANI (@ANI) October 10, 2022
(Source: Chinar Corps) pic.twitter.com/D6RTiWqEnb
সেনার একটি সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরের দিকে অনন্তনাগের একটি বাড়ি ঘিরে ফেলা হয়। ওই বাড়িতেই জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর ছিল। তাই বাড়ির ভিতর প্রথমে পাঠানো হয় ‘জুম’কে, যাতে বাড়িটি খালি করা যায়। সেই সময়ই সারমেয়টির শরীরে দু’টি গুলি লাগে।
কিন্তু গুলিবিদ্ধ হয়েও ‘জুম’ লড়াই চালিয়ে যায় বলে জানা গিয়েছে। সেনা সূত্রে বলা হয়েছে, গুলি লাগার পরও জঙ্গিদের উপর ঝাঁপিয়ে পড়ে ‘জুম’। জঙ্গিদের সঙ্গে চলে টানাহ্যাঁচড়া। তাতে সুবিধাই হয় সেনার। গুলি ছুড়ে দুই জঙ্গিকে ধরাশায়ী করে সেনা। ওই দুই জঙ্গিরই মৃত্যু হয়েছে।
সেনার এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, ‘‘জুম উচ্চ পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত, হিংস্র এবং প্রতিশ্রুতিবদ্ধ সারমেয়। জঙ্গিদের আশ্রয়স্থল চিহ্নিত করে, তাদের কুপোকাত করার প্রশিক্ষম রয়েছে তার। সোমবারও দুই জঙ্গিকে শনাক্ত করে ঝাঁপিয়ে পড়ে সে। সেই সময় দু’টি গুলি লাগে তার শরীরে। সেই ক্ষত নিয়েও সাহসী সৈনিকের মতোই লড়াই চালিয়ে যায়। তার জন্যই দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়।’’
সেনার পশু হাসপাতালে চিকিৎসাধীন ‘জুম’
গুলিবিদ্ধ অবস্থায় তড়িঘড়ি সেনার পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় ‘জুম’কে। এই মুহূর্তে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সে। তার আরোগ্য কামনা করা হচ্ছে। সোমবার পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার জঙ্গিরা অনন্তনাগে লুকিয়েছিল বলে দাবি সেনার। তাদের বিরুদ্ধেই অভিযান শুরু হয়। তাতে দুই সেনাকর্মীও আহত হয়েছেন।