(Source: ECI/ABP News/ABP Majha)
Assam-Mizoram: অসম-মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে মোদীর ভূমিকায় প্রশংসা হিমন্ত বিশ্বশর্মার
কয়েক দশক ধরে চলা এই সমস্যার সমাধান যেভাবে করেছে কেন্দ্রীয় সরকার, সে বিষয়ে বৈঠকে প্রশংসা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা
নিউদিল্লি: সোমবার অসম-মিজোরাম সীমান্ত সমস্যার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম-মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে একমাস ধরে উত্তপ্ত রয়েছে উত্তর-পূর্ব ভারত। এর মধ্যেই সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন অসমের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, যেভাবে এই আন্ত:রাজ্য সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী, তা নিয়েও প্রশংসার সুর শোনা গিয়েছে অসমের মুখ্যমন্ত্রীর কথায়।
জানা গিয়েছে, অসম-মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে কথা বলেছেন তাঁরা। কয়েক দশক ধরে চলা এই সমস্যার সমাধান যেভাবে করেছে কেন্দ্রীয় সরকার, সে বিষয়ে বৈঠকে প্রশংসা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা, এমনটাই খবর। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন অসমের মুখ্যমন্ত্রী।
প্রতিবেশী মিজোরামের সঙ্গে সীমান্ত সংঘাতের বিষয়ে বিস্তারিত অমিত শাহের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন হিমন্ত বিশ্বশর্মা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সঙ্গেও দেখা করেছেন হিমন্ত বিশ্বশর্মা। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা করেছেন তিনি।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা জানান যে এই সমস্যা এক দিনেই সমাধান সম্ভব নয়। যদিও যতটা সম্ভব সমাধানের চেষ্টা করতে চেয়েছেন তিনি। এছাড়াও অসমে ড্রাগস সমস্যা নিয়েও আলোচনা করেছেন তিনি, এমন
একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডির সঙ্গেও সাক্ষাৎ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। চলতি মাসেই দুই রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সীমান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল অসম ও মিজোরাম। সীমান্তে কেন্দ্রের নিরপেক্ষ বাহিনী মোতায়েনের উদ্যোগকেও সম্মতি জানিয়েছে দুই রাজ্য।
২৬ জুলাই দীর্ঘদিন ধরে চলা অসম-মিজোরামের সীমান্ত ফের ভয়াবহ আকার ধারণ করেছিল।সংঘর্ষের মধ্যে মৃত্যু হয়েছিল ৭ জন অসম পুলিশ কর্মীর।দুই রাজ্যের মধ্যে চলা সীমানা বিবাদ মিটিয়ে ফেলতে উদ্যোগী হয়েছিল মিজোরাম এবং অসম। দুই রাজ্যের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকও হয়। এই আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে রাজি হয়েছে উভয় পক্ষই।