Assembly Election 2022 : উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোট কবে, আজ জানাবে নির্বাচন কমিশন
দুপুর সাড়ে ৩টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন
নয়াদিল্লি : আজ ৫ রাজ্যে নির্বাচনের (Assembly Election 2022) দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার দুপুর সাড়ে ৩টেয় দিল্লির বিজ্ঞান ভবনে (Vigyan Bhavan) সাংবাদিক বৈঠক। এই বছরই গোয়া (Goa), মণিপুর (Manipur), পাঞ্জাব (Punjab), উত্তরাখণ্ড (Uttarakhand) ও উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিধানসভা নির্বাচন। এই পাঁচ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন।
এমনিতেই ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টের হাত ধরে গোটা দেশে কার্যত সংক্রমণের সুনামি। রোজই লাফিয়ে লাফিয়ে বেড়ে আপাতত দেড় লক্ষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে দেশের দৈনিক করোনা (Corona) সংক্রমণ। এই অবস্থায় পাঁচ রাজ্যের নির্বাচন কবে নাগাদ হয়, সেই ঘোষণার দিকেই তাকিয়ে সব মহল। দেশের রাজনৈতিক মহলের বাড়তি নজর উত্তরপ্রদেশ ও পঞ্জাবের ওপর। পাশাপাশি কম গুরুত্বপূর্ণ নয় গোয়ার নির্বাচনের প্রেক্ষিতও। সঙ্গে মণিপুর ও উত্তরাখণ্ডের দিকেও থাকবে নজর।
বিজেপি (BJP) শাসিত উত্তরপ্রদেশ ও কংগ্রেস (Congress) শাসিত পাঞ্জাবে গত কিছুদিন যাবৎ তুঙ্গে উঠেছে রাজনৈতিক যুদ্ধ। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারকে ক্রমাগত কাঠগড়ায় তুলে মহিলাদের সামনে রেখে প্রচারে ঝড় তুলেছেন প্রিয়ঙ্কা গাঁধী (Priyanka Gandhi)। কংগ্রেসের মতোই পিছিয়ে নেই মুলায়েম-অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টি (SP) ও মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টিও (BSP)।
এদিকে আপাতত দেশের রাজনীতি তপ্ত গত কয়েকদিন আগের পাঞ্জাবের ঘটনা নিয়ে। লুধিয়ানায় সভা করতে যাওয়ার পথে বিক্ষোভের জেরে রাস্তাতেই আটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। শেষপর্যন্ত সভা না করতে পেরে দিল্লি ফিরতে হয় তাঁকে। যে ঘটনা নিয়ে পাঞ্জাবের কংগ্রেস সরকারের দিকে অভিযোগ শানাতে শুরু করে বিজেপি। পাল্টা দেয় কংগ্রেসও। যা নিয়ে এখন উত্তপ্ত দেশের রাজনীতি।
অপরদিকে, গোয়ার বিধানসভা নির্বাচনে বাড়তি নজর থাকবে বঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) সেখানে কেমন ফলাফল করে সেটা জানার জন্য। একের পর এক বিরোধী দলের নেতারা কংগ্রেস, এনসিপি ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখানোর পর আপাতত সাগরপাড়ের রাজ্যে গেরুয়া শিবিরের মূল প্রতিপক্ষ হয়ে উঠেছে তৃণমূল। ভোটের বাক্সেও সেই প্রভাব বজায় থাকে, নাকি তৃণমূল সেখানে সমীকরণ উল্টে ক্ষমতা দখল করতে পারে, নজর সেদিকেই।
আরও পড়ুন- উত্তরপ্রদেশ নির্বাচনে কে এগিয়ে? মুখ্যমন্ত্রী পদে কে পয়লা পছন্দ? কী বলল C-Voter এর সমীক্ষা