Assembly Election Result 2022: বিপুল প্রত্যাশা জাগিয়েও, উত্তরপ্রদেশে অসফল প্রিয়াঙ্কা
Assembly Elections Result 2022 News Updates:: নরেন্দ্র মোদির উত্তরসূরির জায়গাটা কি যোগী আদিত্যনাথ পাকা করে ফেললেন? পাঁচ রাজ্যে ভোটের ফলাফল নিয়ে জল্পনা জাতীয় রাজনীতিতে।
LIVE

Background
Assembly Poll Result 2022: কংগ্রেসকে উৎখাত করে মানুষ নরেন্দ্র মোদির ওপর বিশ্বাস রেখেছে: হিমন্ত বিশ্বাস শর্মা
''বিজেপি রেকর্ড ভোটে জিতেছে। মানুষ বিজেপির ওপর, নরেন্দ্র মোদির ওপর বিশ্বাস রেখেছে। তাঁরা কংগ্রেসকে উৎখাত করে দিয়েছে'', জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা।
UP Assembly Poll Result 2022: মোদির বার্তা
গাঁধীজির স্বপ্ন আমাদের পূরণ করতেই হবে, আমদাবাদে পৌঁছে বার্তা নরেন্দ্র মোদির।
UP Assembly Poll Result 2022: মহা পঞ্চায়েত সম্মেলনে মোদি
আমদাবাদের জিএমডিসি মাঠে মহা পঞ্চায়েত সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Assembly Poll Result 2022:কোনও পার্টির বিরুদ্ধে নয় ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই, বললেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।
এবার লড়াই মুম্বইতে। পুরভোটে। কোনও পার্টির বিরুদ্ধে নয় ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই, বললেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।
UP Assembly Poll Result 2022: দু’দিনের সফরে আজ নিজের রাজ্যে প্রধানমন্ত্রী
চার রাজ্যে বিপুল জয়ের পর বিজেপির নজরে এবার গুজরাত। দু’দিনের সফরে আজ নিজের রাজ্যে প্রধানমন্ত্রী। চলতি বছরের শেষেই গুজরাতে বিধানসভা ভোট। আমদাবাদে জমজমাট রোড শো করলেন নরেন্দ্র মোদি। বিজেপি কর্মী সমর্থকদের ভিড়ের চাপে বেশ কয়েক বার থামে প্রধানমন্ত্রীর কনভয়। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া হয়। বিকেলে পঞ্চায়েত সম্মেলন করবেন মোদি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
