Badlapur Accused Dead: আর জি কর কাণ্ডের মাঝেই বদলাপুরের স্কুলে ছাত্রী নিগ্রহে অভিযুক্ত নিহত, 'এনকাউন্টার'?
Akshay Shinde Shot Dead: হায়দরাবাদের পর মহারাষ্ট্র, ফের এনকাউন্টারে নিহত অভিযুক্ত। বদলাপুরের স্কুলে ছাত্রী নিগ্রহে অভিযুক্ত অক্ষয় শিণ্ডে এনকাউন্টারে নিহত।
বদলাপুর: কলকাতার আর জি কর হাসপাতালে (RG Kar Case) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনা নিয়ে তোলপাড় চলছে দেশ জুড়ে। এমনকী, দেশের বাইরে ভিনদেশেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ কর্মসূচি। ঘটনার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত শাস্তির দাবিতে পথে নেমেছে আট থেকে আশি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনার তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে তদন্ত। যদিও এখনও পর্যন্ত তদন্ত কোন পথে এগোচ্ছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, আরও সময় প্রয়োজন সঠিক ও যথাযথ তদন্তের জন্য। মূল অভিযুক্ত সঞ্জয় রায় ও অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল গ্রেফতার হয়েছে।
যদিও দেশের অন্যত্র দেখা যাচ্ছে ভিন্ন ছবি। ঠিক যেমন দেখা গিয়েছিল হায়দরাবাদে। এবার দেখা গেল মহারাষ্ট্রের বদলাপুরে (Badlapur)। স্কুল ছাত্রী নিগ্রহে মূল অভিযুক্ত এনকাউন্টারে নিহত হল। পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশকর্মীর বন্দুক কেড়ে গুলি চালাতে শুরু করায় পাল্টা গুলিতে নিহত হয়েছে অভিযুক্ত।
হায়দরাবাদের পর মহারাষ্ট্র, ফের এনকাউন্টারে নিহত অভিযুক্ত। বদলাপুরের স্কুলে ছাত্রী নিগ্রহে অভিযুক্ত অক্ষয় শিণ্ডে এনকাউন্টারে নিহত। 'পুলিশের রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি চালায় অভিযুক্ত অক্ষয়। গাড়ির মধ্যেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তারপরেই পাল্টা গুলি চলে। সেই পাল্টা গুলিতেই নিহত অভিযুক্ত', দাবি ঠানে পুলিশের।
সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মুম্বরা বাইপাসের কাছে ঘটনাটি ঘটেছে। ঠানে পুলিশ সূত্রে খবর, বদলাপুর কাণ্ডে অভিযুক্ত অক্ষয় শিণ্ডের প্রথম পক্ষের স্ত্রী বধূ নির্যাতনের একটি পৃথক মামলা দায়ের করেছেন। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে হেফাজতে নিতে সোমবার তালোজা জেলে গিয়েছিলেন ঠানে পুলিশের কর্তারা। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে মুম্বরা বাইপাসের কাছে অভিযুক্ত এক কনস্টেবলের বন্দুক ছিনিয়ে নেয় অক্ষয়। ওই কনস্টেবলকে লক্ষ্য করে গুলিও চালায় অভিযুক্ত। এর পরেই পুলিশের পাল্টা গুলি তার গায়ে লাগে বলে দাবি। গুরুতর জখম অবস্থায় অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আর জি কর কাণ্ডে যখন আদালতে 'তারিখ পে তারিখ' হয়ে চলেছে, তখন বদলাপুরের 'এনকাউন্টার' নিয়ে চর্চা শুরু হয়েছে দেশজুড়ে।
আরও পড়ুন: মেয়েদের সুরক্ষা ফিরুক, সমাজ হোক অসুর-মুক্ত, আর জি কর আবহে নাচের মাধ্যমে বার্তা ডোনার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।